TRENDING:

Cristiano Ronaldo salary: টাকার ছড়াছড়ি! ম্যান ইউতে কত মাইনে পাবেন রোনাল্ডো, জেনে নিন

Last Updated:
Cristiano Ronaldo In Man U Salary: জুভেন্টাসে যা পেতেন তার অর্ধেক বেতন পাবেন ম্যান ইউতে। রোনাল্ডোর বেতন এখন মেসি, নেইমারের থেকেও অনেক কম।
advertisement
1/5
টাকার ছড়াছড়ি! ম্যান ইউতে কত মাইনে পাবেন রোনাল্ডো, জেনে নিন
ঘর ওয়াপসি। অনেক টানাপোড়েন, জল্পনার পর শেষমেশ পুরনো ক্লাবেই ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১২ বছর পর আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে খেলবেন পর্তুগিজ মহাতারকা।
advertisement
2/5
৩৬ বছর বয়সী রোনাল্ডোকে এখনও সই করানোর জন্য টাকার ব্যাগ নিয়ে ঘোরেন বিভিন্ন ক্লাবের কর্তারা। তবে রোনাল্ডো চলেন নিজের মেজাজে। তিনি আবার পুরনো ক্লাবে ফিরবেন বলেই ঠিক করেছেন।
advertisement
3/5
ব্রিটিশ মিডিয়ার একাংশ দাবি করছে, রোনাল্ডোকে এবার সই করানোর দৌড়ে এগিয়ে ছিল ম্যান সিটি। তবে শেষমেশ ম্যান ইউ বাজি মেরে দেয়। মোটা অঙ্কের ডলার অফার করে রোনাল্ডোকে দলে নিয়েছে ম্যান ইউ।
advertisement
4/5
এর আগে ৬ বছর ম্যান ইউতে খেলেছেন রোনাল্ডো। এবার সেই পুরনো ক্লাবের সঙ্গে তাঁর ২ বছরের চুক্তি। জুভেন্টাসকে ১৫ মিলিয়ন ইউরো দিয়েছে ম্যান ইউ।
advertisement
5/5
ম্যান ইউতে রোনাল্ডো প্রতি সপ্তাহে ৫ লক্ষ ব্রিটিশ পাউন্ড বেতন পাবেন। অর্থাত্ বছরে ২৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। জুভেন্টাসে তিনি বছরে ৪৬ ব্রিটিশ পাউন্ড পেতেন। অর্থাত্ অর্ধেক বেতনে তিনি পুরনো ক্লাবে খেলতে রাজি হয়েছে। রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী মেসি কিন্তু পিএসজি থেকে ৯ লাখ ৬০ হাজার ব্রিটিশ পাউন্ড বেতন পাবেন সপ্তাহে। এমনকী নেইমারও এখন রোনাল্ডোর থেকে বেশি বেতন পাচ্ছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Cristiano Ronaldo salary: টাকার ছড়াছড়ি! ম্যান ইউতে কত মাইনে পাবেন রোনাল্ডো, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল