আজ যে রাজা...! বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ২০ বছর পর অঘটন ঘটাল Germany
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মনি। এবার কী হল!
advertisement
1/5

আজ যে রাজা, কাল সে ফকির। এই প্রবাদ বাক্যই যেন সত্যি বলে প্রমাণ করে দিল জার্মানি। ২০ বছর পর বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে অঘটন ঘটাল জোয়াকিম লোর দল।
advertisement
2/5
উত্তর ম্যাসেডোনিয়ার মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে হারল জার্মানরা। ১-২ গোলে হারল লোর দল। চারবরের বিশ্বচ্যাম্পিয়নদের এই হারে বাক ফুটবল বিশ্ব।
advertisement
3/5
প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ম্যাসেডোনিয়া। ইলখাই গুন্ডোয়ান পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে সমতায় ফেরান। ৮৫ মিনিটের মাথায় ম্যাসেডোনিয়ার এলজিফ এলমাসের গোল করেন। শেষ পাঁচ মিনিট মরিয়া চেষ্টা করেও সেই গোল আগ শোধ করতে পারেনি জার্মানি।
advertisement
4/5
জার্মান কোচ লো প্রচণ্ড হতাশ হয়ে বলেন, একের পর এক ভুল করেছি। এত খারাপ লাঘছে বলে বোঝাতে পারব না। এই হার মেনে নেওয়া কঠিন। উল্লেখ্য, এখনও পর্যন্ত ১৯৩০ ও ১৯৫০ ছাড়া প্রতিটি বিশবকাপে খেলেছে জার্মানি।
advertisement
5/5
২০০১-এ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে ১-৫ গোলে হেরেছিল জার্মানি। এখন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ জে-তে তিন নম্বরে রয়েছে জার্মানি। এর পর ইউরোর যোগ্যতা অর্জনের খেলায় ফ্রান্স এবং পতুর্গালের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে জার্মানিকে।