IN PICS: রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নিল গতবারের চ্যাম্পিয়নরা
Last Updated:
advertisement
1/6

বুধবার কাজানে চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়ে ফেলল দক্ষিণ কোরিয়া ৷ জার্মানিকে ২-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটা ঘটালেন তারাই ৷(Photo: Reuters)
advertisement
2/6
পরপর দু’ম্যাচ হারা কোরিয়ার বিরুদ্ধেও হার হজম করল বিশ্বচ্যাম্পিয়নরা ৷ (Photo: Reuters)
advertisement
3/6
ম্যাচের দু’টো গোলই এল ইঞ্জুরি টাইমে ৷ ৯২ মিনিটে কিম ইয়ং গুওনের প্রথম গোলের পর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিলেন জার্মানরা (Photo: Reuters)
advertisement
4/6
গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিলেন জার্মানরা ৷ সেইসময় গোল করতে উঠে যান গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ারও ৷(Photo: Reuters)
advertisement
5/6
সেই সুযোগ নিতে ভুল করেননি কোরিয়রা ৷ ফাঁকা গোলেই গোল করে দলের জয় নিশ্চিত করেন সন হিউং মিন ৷(Photo: Reuters)
advertisement
6/6
কিন্তু বিশ্বকাপের প্রথম রাউন্ডে কোনও চমক থাকবে না, তা কী আর হয় ৷ রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় নিল গতবারের চ্যাম্পিয়নরা (Photo: Reuters)