Novy Kapadia: এক অধ্যায়ের সমাপ্তি! ফুটবল ধারাভাষ্যকার নভি কাপাডিয়ার জীবনাবসান
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Novi Kapadia: ৬৮ বছর বয়সে জীবনাবসান নভি কাপাডিয়ার।
advertisement
1/5

শুধুমাত্র ফুটবল ধারাভাষ্যকার বললে ভুল বলা হবে। তিনি ছিলেন ফুটবলের ইতিহাসবিদ। সেই নভি কাপাডিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
advertisement
2/5
৬৮ বছর বয়সে জীবনাবসান হল নভি কাপাডিয়ার। স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
advertisement
3/5
গত ২ বছর ধরে বাড়িতেই ছিলেন তিনি। শেষ এক মাস ছিলেন লাইফ সাপোর্টে। ফুটবল সাংবাদিক, বিশেষজ্ঞ, পরিসংখ্যানবিদ হিসাবে জনপ্রিয় ছিলেন তিনি।
advertisement
4/5
দিল্লি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এসজিবিটি কলেজের অধ্যাপক হিসাবেও দায়িত্ব পালন করেছেন নভি কাপাডিয়া। ফুটবল নিয়ে একাধিক বই লিখেছেন তিনি।
advertisement
5/5
ভারতীয় ফুটবলের ব্যাপারে সবরকম খোঁজ ছিল তাঁর কাছে। গোটা জীবন ফুটবল নিয়েই ছিলেন তিনি। এমন একজন মানুষের মৃত্যু ভাতীয় ফুটবলে শূন্যস্থানের সৃষ্টি করল।