ছুটে চলেছে ব্রিটিশদের অশ্বমেধের ঘোড়া, ১৯৯০-র পর বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড
Last Updated:
ইংল্যান্ড: ২ (ম্যাগুইর-৩০', আলি-৫৮') , সুইডেন: ০
advertisement
1/8

রাশিয়া বিশ্বকাপে ব্রিটিশদের স্বপ্নের দৌড় অব্যাহত ৷ থামানো যাচ্ছে না হ্যারি কেনদের ৷ ম্যাগুয়ের, ডেলে আলির জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল থ্রি লায়ন্সরা ৷ Photo Courtesy: Reuters
advertisement
2/8
অনেক বড় দলের পতন দেখেছে রাশিয়া। তাই চাপা টেনশনেই শুরু হয়েছিল এই ম্যাচ। তবে এই বিশ্বকাপে একেবারে ভিন্ন। উড়িয়ে দাও এই দর্শনে আর বিশ্বাস করেন না লিনগার্ড, রহিম স্টারলিংরা। হেডস্যার সাউথগেট তাঁদের শিখিয়েছেন জমিতে খেললেই ফল মিলবে। তাই সুইডেনের মতো টাফ টিমের বিরুদ্ধেও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৫০১টা পাস খেলার সাহস দেখান ইংলিশ ফুটবলাররা। Photo Courtesy: Reuters
advertisement
3/8
সামারায় ইংল্যান্ডের জয় আরও সহজ হল ডেলে আলির গোলে। ম্যাচের বয়স তখন ৫৮ মিনিট। ৯০ মিনিট পর অবশেষে স্বস্তি। আঠাশ বছর পর বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড। গ্যারি লিনেকার, ডেভিড প্ল্যাটদের ব্যর্থতা নয়, মস্কো থেকে সাউথগেটের পাখির চোখ ৫২ বছর পর বিশ্বজয়। Photo Courtesy: Reuters
advertisement
4/8
Photo Courtesy: Reuters
advertisement
5/8
Photo Courtesy: Reuters
advertisement
6/8
ম্যাচ জেতার পর উচ্ছ্বসিত ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ৷ Photo Courtesy: Reuters
advertisement
7/8
হারের পর হতাশ সুইডেনের ফুটবলাররা ৷ Photo Courtesy: Reuters
advertisement
8/8
২০০৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। এক যুগ আগে সেবার বিদায় নিতে হয়েছিল শেষ আটেই।