মাত্র ১৩ তে ভার্জিনিটি হারিয়েছিলেন মারাদোনা! আর যা যা সিক্রেট আউট করলেন ফুটবল রাজপুত্র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মারাদোনা-র মুখে কিছুই আটকায় না, প্রমাণ হল আরও একবার
advertisement
1/5

দিয়েগো মারাদোনা - একটা নাম নয় একটা বর্ণময় অধ্যায় ৷ যিনি নিজের উপস্থিতি সবসময়ে বুঝিয়ে দিয়ে থাকেন ৷ তা সে মাঠে হোক বা মাঠের বাইরে হোক ৷ ফুটবল মাঠে বল নিয়ে যেভাবে ড্রিবল করেন ঠিক সেরকমভাবেই মহিলা সঙ্গ নিয়েও তিনি ম্যাজিক দেখান ৷ পাশাপাশি নিজের রঙিন জীবন নিয়ে কোনো রাখঢাক , ফিসফাস পছন্দ করেন না ৷ শীতের বিকেলে এরকমই চাটু গরম গসিপ পরিবেশন করলেন ফুটবল রাজপুত্র ৷ Photo- File
advertisement
2/5
তরুণ বয়সেই তিনি ফুটবল প্রতিভা দিয়ে মানুষকে মুগ্ধ করেছিলেন ৷ এবার নিজের কৈশোর নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন আর্জেন্তাইন তারকা ৷ তিনি জানিয়েছেন মাত্র ১৩ বছর বয়সে নিজের ভার্জিনিটি খুইয়েছেন ৷ যাঁর সঙ্গে শারীরিক সম্ভোগ হয়েছিল তিনি বয়সে বড় ৷ একটি আর্জেন্তাইন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের পোজের বিবরণ দিয়েছেন তিনি ৷ Photo- File
advertisement
3/5
ভদ্রমহিলা খবরের কাগজ পড়ছিলেন আর তিনি ওপরে ছিলেন ...Photo - Representive
advertisement
4/5
এ ছাড়াও জানিয়েচেন তিনি ছোটবেলায় দিন তিনেকের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন ৷ আর বাড়িতে ফিরে বলেছিলেন তাঁকে UFO তুলে নিয়ে গিয়েছিল, এই বিষয়ে কেউ যেন তাঁকে কোনও প্রশ্ন না করে ৷ Photo- File
advertisement
5/5
মারাদোনা মেসির সম্পর্কেও সিক্রেট আউট করেছিলেন তিনি ৷ জানিয়েছেন ২০১০ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের পর মেসি শাওয়ারে গিয়ে কেঁদেছিলেন ৷ Photo- File