IN PICS: ফ্রান্সের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে নক-আউট পর্বে ডেনমার্ক
Last Updated:
advertisement
1/6

বিশ্বকাপে অন্যতম বোরিং ম্যাচ হল মঙ্গলবার সন্ধ্যায় ৷ নিষ্প্রাণ ম্যাচ খেলল ফ্রান্স ও ডেনমার্ক ৷(Photo: Reuters)
advertisement
2/6
৯০মিনিটের ম্যাচের শেষে গোল মুখ খুলতে পারল না ফ্রান্স, ডেনমার্ক কোনওপক্ষই ৷ (Photo: Reuters)
advertisement
3/6
বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করে যাওয়া ফ্রান্স পেরুর বিরুদ্ধে দলে ৬ টি পরিবর্তন করেছিল নিজেদের শেষ ম্যাচের থেকে ৷ পেরুর বিরুদ্ধে যে দল ১-০ গোলে জিতেছিল সেই প্রথম একাদশের প্লেয়ারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিদিয়ের দ্যেঁশ ৷ (Photo: Reuters)
advertisement
4/6
৯০মিনিটের ম্যাচের শেষে গোল মুখ খুলতে পারল না ফ্রান্স, ডেনমার্ক কোনওপক্ষই ৷ (Photo: Reuters)
advertisement
5/6
অন্যদিকে ড্র হলেই শেষ ১৬ নিশ্চিত হয়ে যায় এই অবস্থায় থাকা ডেনমার্কও এদিন দলে ৩ টি বদল এনেছিল ৷(Photo: Reuters)
advertisement
6/6
এদিন ফরাসি আক্রমণ জোরালো থাকলেও গোলমুখী আক্রমণে সেরকম ফিনিশ করার দেখাতে পারল না তারা ৷(Photo: Reuters)