TRENDING:

শুধু রোনাল্ডো নয়, হবু শাশুড়িরও প্রিয় জর্জিনা,জানুন মন জয়ের গোপন রেসিপি

Last Updated:
advertisement
1/8
শুধু রোনাল্ডো নয়, হবু শাশুড়িরও প্রিয় জর্জিনা,জানুন মন জয়ের গোপন রেসিপি
জর্জিনা রডরিগেজ আর শুধু রোনাল্ডোর বান্ধবী বলে উল্লেখ করা যাবে না ৷ এখন তাঁর তকমা রোনাল্ডো হবু স্ত্রী ৷ Photo Courtesy – Georgina Rodriguez/ Instagram
advertisement
2/8
কারই সিআর সেভেনের মা এক সাক্ষাৎকারে এই সুসংবাদটি দিয়েছেন ৷ জানিয়েছেন জর্জিনা অত্যন্ত শান্ত ও পরিণত বলে সার্টিফিকেট দিয়েছেন মা মারিয়া ডোলোরেস ৷ Photo Courtesy – Georgina Rodriguez/ Instagram
advertisement
3/8
২২ বছরের স্প্যানিয়ার্ডের সৌন্দর্য্য নিয়ে সম্ভবত কারোর মনেই কোনও প্রশ্ন নেই ৷ কিন্তু পারফেক্ট ফিগারের অধিকারী হলেই তো আর সিআর সেভেনকে আটকে রাখা যায় না ৷ Photo Courtesy – Georgina Rodriguez/ Instagram
advertisement
4/8
স্প্যানিশ সিটি জাকা-যেখানের জনসংখ্যা মাত্র ১৩ হাজার সেখান থেকে উঠে এসেছেন তিনি ৷ কাজ করতেন ওয়েট্রেস হিসেবে ৷ Photo Courtesy – Georgina Rodriguez/ Instagram
advertisement
5/8
সেখান থেকে লন্ডনের ব্রিস্টলে এসে ‘গুচ্চি’- র শোরুমে অ্যাসিসট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন তিনি ৷ Photo Courtesy – Georgina Rodriguez/ Instagram
advertisement
6/8
রোনাল্ডোর দীর্ঘদিনের বান্ধবী ইরিনা শায়েকের সঙ্গে ব্রেক আপের পর ভেঙে পড়েছিলেন ৷ সিআর সেভেনের দিদি জানিয়েছিলেন এটাকে একটা মৃত্যুর মতোই ভাবতেন পর্তুগিজ তারকা ৷ Photo Courtesy – Georgina Rodriguez/ Instagram
advertisement
7/8
সেখান থেকে বেরিয়ে একাধিক সম্পর্কে জড়ালেও কোনওটাই টেকেনি রোনাল্ডোর ৷ কিন্তু একটি ইভেন্টে একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই কেস জমে দই হয়ে যায় ৷ পাপারাৎজিরাই নয় ফিফার ইভেন্টেও একইসঙ্গে যেতেন দু‘জন ৷ পাশাপাশি তিনিই প্রথম মহিলা যিনি সরকারিভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সন্তান জন্ম দেন ৷ কারণ সিআর সেভেনের বাকি সন্তানদের মা দের কোনও অস্তিত্ব নেই ৷ Photo Courtesy – Georgina Rodriguez/ Instagram
advertisement
8/8
তবে শুধু সিআর সেভেনই নয়.তাঁর মাকেও যে বধ করেছেন জর্জিনা তাঁর সিক্রেট রয়েছে সিআর সেভেনের বেডরুমে ৷ রোনাল্ডোদের বেডরুমে মা ও ছেলের ছবিই সবার ওপরে রয়েছে ৷ তারপর রয়েছে জর্জিনার সঙ্গে সিআর সেভেনের ছবি ৷ Photo Courtesy – Cristiano Ronaldo/ Instagram
বাংলা খবর/ছবি/খেলা/
শুধু রোনাল্ডো নয়, হবু শাশুড়িরও প্রিয় জর্জিনা,জানুন মন জয়ের গোপন রেসিপি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল