TRENDING:

CR7 Mania : ওল্ড ট্রাফোর্ডে রোনাল্ডো ম্যানিয়া শুরু, আজ নামছেন পর্তুগিজ তারকা

Last Updated:
Cristiano Ronaldo might make his debut against New Castle for Manchester United today. ক্লাবের বাকি ফুটবল তারকাদের সঙ্গে রোনাল্ডোর পোস্টার ওল্ড ট্র্যাফোর্ডের বাইরে। হিয়ার উই বিলং, অর্থাৎ আমরা সকলেই এই জায়গা এবং এই ক্লাবের প্রতিনিধি। বর্তমান ম্যান ইউ ফুটবলারদের পক্ষেও রোমাঞ্চকর ব্যাপার হতে চলেছে রোনাল্ডোর সঙ্গে খেলা
advertisement
1/6
CR7 Mania : ওল্ড ট্রাফোর্ডে রোনাল্ডো ম্যানিয়া শুরু, আজ নামছেন পর্তুগিজ তারকা
খেলা শুরু হতে বাকি কয়েক ঘণ্টা। তার আগে থেকেই ম্যাঞ্চেস্টারের রাস্তায় রোনাল্ডো ভক্তরা জমা হতে শুরু করে দিয়েছেন। আট থেকে আশি, সকলে সাত নম্বর জার্সি পড়ে রওনা হচ্ছেন স্টেডিয়ামের দিকে।
advertisement
2/6
বিক্রি হচ্ছে রোনাল্ডোর ছবি এবং নাম দেওয়া ক্লাবের বিভিন্ন মার্চেন্ডাইজ। শেষ কয়েকদিনে পর্তুগিজ মহাতারকার জার্সি বিক্রি করেই কয়েকশো কোটি টাকা রোজগার করেছে ক্লাব। এই বিক্রি ক্রমশ বাড়ছে।
advertisement
3/6
বহুদিন পর চেনা ওল্ড ট্র্যাফোর্ডে নেমে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন পর্তুগিজ তারকা। সেই চেনা মাঠ, চেনা ড্রেসিংরুম, চেনা টানেল- টাইম মেশিনে যেন কয়েক বছর আগে ফিরে গেলেন তিনি।
advertisement
4/6
নিজের তারকা হয়ে ওঠার ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফিরে সই হয়ে গিয়েছিল আগেই। এক সময়ের সতীর্থ ওলে গুনার সোলসকর এখন দলের কোচ। আজ কখন তিনি রোনাল্ডোকে নামান সেটাই দেখার।
advertisement
5/6
ভক্তদের পোস্টার দেখেই বোঝা যাচ্ছে শেষ কয়েক বছরে নিজেদের প্রিয় ফুটবলারকে কতটা মিস করেছেন তারা। আজ নিউক্যাসেল বনাম ম্যান ইউ ম্যাচে, ফলাফল যাই হোক, চোখ থাকবে ওই একজনের দিকে।
advertisement
6/6
ক্লাবের বাকি ফুটবল তারকাদের সঙ্গে রোনাল্ডোর পোস্টার ওল্ড ট্র্যাফোর্ডের বাইরে। হিয়ার উই বিলং, অর্থাৎ আমরা সকলেই এই জায়গা এবং এই ক্লাবের প্রতিনিধি। বর্তমান ম্যান ইউ ফুটবলারদের পক্ষেও রোমাঞ্চকর ব্যাপার হতে চলেছে রোনাল্ডোর সঙ্গে খেলা।
বাংলা খবর/ছবি/খেলা/
CR7 Mania : ওল্ড ট্রাফোর্ডে রোনাল্ডো ম্যানিয়া শুরু, আজ নামছেন পর্তুগিজ তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল