TRENDING:

Cristiano Ronaldo Fitness Regime: ইতালি থেকে আসছে স্পেশাল বাথটব, স্নানের জন্য রোনাল্ডোর খরচ কত শুনবেন?

Last Updated:
Christiano Ronaldo Fitness Regime: চোট পেয়েছেন। সেই চোট সারিয়ে তুলতে বিশেষ বাথটবে স্নান করবেন। আর সেই স্পেশাল বাথ টব এল ইতালি থেকে।
advertisement
1/5
ইতালি থেকে আসছে স্পেশাল বাথটব, স্নানের জন্য রোনাল্ডোর খরচ কত শুনবেন?
৩৬ বছর বয়স তাঁর। কিন্তু দেখে বোঝার উপায় নেই। এমনকী ফিটনেসের দিক থেকেও তাঁর ধারে কাছে কেউ নেই। এখনও ১৮-২০ বছরের ফুটবলারদের সঙ্গে টেক্কা দেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু স্নানের মাধ্যমেও নিজের ফিটনেস ((Christiano Ronaldo Fitness Regime) ) ধরে রাখেন।
advertisement
2/5
জুভেন্তাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আসার পর চোটের কবলে পড়েছেন রোনাল্ডো। আর সেই চোট থেকে সেরে ওঠার জন্য এবার স্পেশাল বাথটবে স্নান করবেন তিনি। ইতালি থেকে আসছে সেই বাথটব। যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫১ লাখ টাকা।
advertisement
3/5
এত দামি বাথটব! অর্থাত্, নিশ্চয়ই সেই বাথটবের বিশেষ কিছু গুণ রয়েছে! আসলে এই বাথটবে কায়রোথেরাপি (( Cryotherapy ice chamber)) হয়। এই বাথটবে বসলে খেলোয়াড়দের মাংসপেশিতে লাগা চোট সেরে যায় চটজলদি।
advertisement
4/5
কায়রোথেরাপি অর্থাত্ কোল্ড থেরাপি। এই থেরাপিতে মানুষের শরীর নির্দিষ্ট সময়ের জন্য খুব শীতল তাপমাত্রায় থাকে। রোনাল্ডোর জন্য এই স্পেশাল আইস বাথ টব ইংল্যান্ডে এসেছে ইতালি থেকে।
advertisement
5/5
এই আইস টবের তাপমাত্রা -200 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এই চেম্বারে কোনও মানুষ সর্বাধিক পাঁচ মিনিট পর্যন্ত থাকতে পারবে। রোনাল্ডোকে বিশেষ পোশাক পরে এই চেম্বারে থাকতে হবে। নির্দিষ্ট সময়ের জন্য।
বাংলা খবর/ছবি/খেলা/
Cristiano Ronaldo Fitness Regime: ইতালি থেকে আসছে স্পেশাল বাথটব, স্নানের জন্য রোনাল্ডোর খরচ কত শুনবেন?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল