Copa America 2020: রাত পোহালেই শুরু কোপা, প্রথমদিনই সাম্বার ঝলক!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
গতবারের চ্য়াম্পিয়ন ব্রাজিল এবারও হট ফেভারিট।
advertisement
1/5

একসঙ্গে ইউরো ও কোপা। ফুটবলভক্তদের তো এখন উত্সবের মরশুম। কোনটা ছেড়ে কোনটা দেখবেন! রাত পোহালেই শুরু হচ্ছে কোপা। বিশ্বকাপ, ইউরোর পর বিশ্বের তৃতীয় জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট। মেসি, নেইমার, সুয়ারেজের মতো মহাতারকাদের লড়াই দেখার অপেক্ষা শেষ। শেষ পর্যন্ত ব্রাজিলে কোপা আয়োজনের ছাড়পত্র দিয়েছে সেই দেশের সর্বোচ্চ আদালত। ফলে আর কোনও বাধা নেই।
advertisement
2/5
করোনার জন্য পিছিয়ে গিয়েছে কোপা। এবার মাটে দর্শকদের বসে খেলা দেখার অনুমতি নেই। ভাইরাসের উত্পাতে অতিষ্ঠ ব্রাজিলের মানুষ। এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বহু মানুষ। তবে শেষ পর্যন্ত টুর্নামেন্ট হচ্ছে। ২৮ দিনে ২৮টি ম্য়াচ।
advertisement
3/5
সামনের বছর কাতারে বসবে বিশ্বকাপের আসর। তার আগে মেসির অ্যাসিড টেস্ট। এমনিতেই কোপা ও বিশ্বকাপ না জেতায় হতাশায় জেরবার আর্জেন্টাইন তারকা। নিন্দুকেরা বলেন, এই দুটির মধ্যে একটি খেতাবও না জিতলে মেসির শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না। আর এই প্রত্যাশার চাপ নিয়েই এবারও নামতে হবে মেসিকে।
advertisement
4/5
প্রথম ম্য়াচেই সাম্বার ঝলক দেখার সুযোগ। ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। গতবারের চ্য়াম্পিয়ন ব্রাজিল এবারও হট ফেভারিট। একে তো ঘরের মাঠে খেলা। তার উপর কোপা ব্রাজিলের পয়া টুর্নামেন্ট। ১৪ বার কোপা জয়ী আর্জেন্টিনা অবশ্য ২৮ বছর ধরে খেতাব জয়ের অপেক্ষায়। আর্জেন্টিনা ও কলম্বিয়ার এবার কোপা আয়োজনের কথা ছিল। কিন্তু একাধিক সমস্যার জেরে শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজন করছে ব্রাজিল।
advertisement
5/5
দুটি গ্রুপে ভাগ করা হয়েছে দশটি দলকে। গ্রুপ এ-তে রয়েছে- আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে। গ্রুপ বি-তে- ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরু। আগামীকাল রাত আড়াইটে থেকে ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ। Sony Ten 2 SD & HD- তে দেখা যাবে ম্যাচ।