Copa America 2019: ফেভারিট চিলিকে উড়িয়ে দিয়ে কোপার ফাইনালে ব্রাজিলের সামনে পেরু
Last Updated:
advertisement
1/5

গতবারের চ্যাম্পিয়নদের দৌড় এবার সেমিফাইনালেই থেমে গেল ৷ চিলিকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পেরু ৷ ফাইনালে এবার ব্রাজিলের সামনে পাওলো গুয়েরেরোরা ৷ Photo Source: Twitter
advertisement
2/5
লিওনেল মেসি পারেননি আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে ৷ কিন্তু পেরুর আর্জেন্টিনীয় কোচ রিকার্ডো গ্যারেকা সেই কাজে সফল ৷ এদিনের ম্যাচে হাড্ডাহাড্ডির লড়াই আশা করা হয়েছিল ৷ কিন্তু চিলিকে উড়িয়ে দিয়ে কোপার ফাইনালে চিলি ৷ Photo Source: Twitter
advertisement
3/5
প্রথমার্ধে ২১ মিনিটের মাথায় এডিনসন ফ্লোরেস এবং ৩৮ মিনিটে ইওশিমার ইওটুন গোল করে এগিয়ে দেন পেরুকে ৷ এরপর ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে আরও একটি গোল করেন পাওলো গুয়েরেরো ৷ Photo Source: Twitter
advertisement
4/5
বল দখলের লড়াইয়ে চিলি (৬৫ শতাংশ) এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ তারা ৷ Photo Source: Twitter
advertisement
5/5
ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে আগামী ৮ জুলাই মুখোমুখি হবে আট বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল ও দু’বারের বিজয়ী পেরু। Photo Source: Twitter