আই লিগে সবুজ-মেরুন, আইএসএলে লাল-সাদা, ফুটবলে ভারতসেরা কলকাতা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বারবার তিনবার। চেন্নাইয়িনকে উড়িয়ে সুপার লিগ সেরা এটিকে।
advertisement
1/5

ভাগ্য না কী বরাবর সাহসীদের পক্ষেই হয়! দর্শকশূন্য ফাতোরদায় দাপিয়ে খেলেও পরাজিত চেন্নাইয়িন। রয়ে যাবে স্কোরলাইনটাই। সেখানে এটিকে ২, চেন্নাইয়িন এফসি ০।বারবার তিনবার। আবারও গোয়া। আবারও এটিকে। সুপার লিগে আবারও সেরা এটিকে। ২০১৪, ২০১৬-র পর ২০১৯-২০। Photo Courtesy: ISL
advertisement
2/5
আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে ফের আইএসএল খেতাব জিতে নিল এটিকে। এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল কলকাতার দলটি। তার মধ্যে তিন বারই দলের রিমোট কন্ট্রোল ছিল স্পেনীয় কোচেদের হাতে। হাবাস ম্যাজিকে দু’ বার (২০১৪, ২০২০) এবং হোসে মোলিনার কোচিংয়ে (২০১৬) একবার চ্যাম্পিয়ন হয় কলকাতার দলটি।
advertisement
3/5
শনিবার রয় কৃষ্ণা বনাম লুসিয়ান গোইয়ানের ডুয়েলে শেষ হাসি ফিজিয়ান তারকার। এটিকে-র দুটি গোলের নেপথ্যেই ফিজির তারকা। ম্যাচের ১০ মিনিটে রয় কৃষ্ণার পাস থেকে গোল জাভি হার্নান্ডেজের। স্কোরলাইন এটিকে ১, চেন্নাইয়িন ০। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা শুরু দক্ষিণের দলটির। মাঝমাঠে তখন ডানা ঝাপটাচ্ছেন রাফায়েল, অনিরুধ থাপারা।
advertisement
4/5
এটিকে-র গোলের নিচে রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছেন অরিন্দম ভট্টাচার্য। অ্যাটাকিং থার্ড থেকে এটিকে বক্সে ঢেউয়ের মতোই আক্রমণ তুলে আনছেন আন্দ্রে, ছাংতেরা। মাঝমাঠের দখল নিয়ে নিয়েছেন নীল জার্সির চেন্নাইয়িন। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এটিকে ঝটকা। এবার খানিকটা ম্যাচের গতির বিরুদ্ধেই। রয় কৃষ্ণার সোলো দৌড়ে চেন্নাইয়িন ডিফেন্স তখন যেন খাইবার পাস। রয় কৃষ্ণার কম্পাস মাপা থ্রু ধরে গোল এডু গার্সিয়ার। স্কোরলাইন এটিকে ২, চেন্নাইয়িন ০। ৬৯ মিনিটে লালরিনজুয়ালার পাস থেকে ব্যবধান কমালেন লিথুয়ানিয়ান স্ট্রাইকার ভালসকিসের। স্কোরলাইন এটিকে ২, চেন্নাইয়িন ০। ম্যাচের শেষ ২০ মিনিট টানটান স্নায়ুর লড়াই। চড়া মেজাজের ম্যাচে চোরাগোপ্তা ফাউল। আর প্রবল মাইন্ডগেম। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটা গোল জাভি হার্নান্ডেজের। মান্ডভীর জলে ভেসে গেল চেন্নাইয়িনের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন।
advertisement
5/5
এ বছর আই লিগের রংও সবুজ-মেরুন ৷ চ্যাম্পিয়ন হয়েই আই লিগকে বিদায় মোহনবাগানের। কল্যাণী স্টেডিয়ামে বাবা দিয়াওয়ারার গোলে আইজল এফসি-কে ১-০ হারিয়ে তাদের দ্বিতীয় আই-লিগ খেতাব জিতে নিতে সফল মোহনবাগান। এটিকে-র সঙ্গে জুড়ে যাওয়ার ফলে দ্বিতীয় সারির এই ঘরোয়া লিগ থেকে বিদায় নিচ্ছে ২০১৫-১৬ সালের আই-লিগ চ্যাম্পিয়নরা। পরিসংখ্যান হয়তো এ ক্ষেত্রে অর্থহীন, তবে রেকর্ড রাখার স্বার্থে বলে রাখা, যে স্রেফ ১৬টি ম্যাচ খেলে ৩৯ পয়েন্টের পাহাড় খাড়া করে সবুজ-মেরুন। সবমিলিয়ে এ বছর জয়জয়কার বাংলার ফুটবলেরই ৷