TRENDING:

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান কাপে স্বপ্নের শুরু ভারতের, কোচ কনস্ট্যানটাইন কী বললেন ? দেখে নিন

Last Updated:
advertisement
1/5
থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান কাপে স্বপ্নের শুরু ভারতের, কোচ কনস্ট্যানটাইন কী বললেন ? দেখে নিন
আবু-ধাবিতে বাঘের গর্জন। এশিয়ান কাপে স্বপ্নের শুরু ‘ব্লু টাইগার্স’-দের। সুনীলের জোড়া গোলে চূর্ণ থাইল্যান্ড। ৪-১ গোলে জয় ভারতের। Photo Courtesy: AIFF/Twitter
advertisement
2/5
১৯৮৬ সালে সেই মারডেকা। তারপর এক, দু'বছর করে কেটে গিয়েছে ৩৩ বছর। বাগে পেয়েও থাইল্যান্ডকে এ ভাবে হারানো যায়নি। আবু-ধাবিতে এশিয়ান কাপের প্রথম ম্যাচে সেই বৃত্ত সম্পন্ন করলেন সুনীল ছেত্রীরা। অধিনায়ক গুরপ্রীত সাধুঁ। ম্যাচের আগে এটা চমক। আর ম্যাচ শেষে চমকের নাম ৩৪ বছরের সুনীল ছেত্রী। বয়স তাঁর কাছে সত্যিই সংখ্যামাত্র। ২৭ মিনিটে পেনাল্টি থেকে তাঁর গোলে বাঘেদের লিড। সাত মিনিটের মধ্যেই গোলে ফেরে থাইল্যান্ড। প্রথম হাফ শেষ ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অন্য ভারত। মাঝমাঝে উদান্ত-প্রণয়-অনিরুদ্ধদের দাপট। যার ফসল ৪৬ মিনিটে সুনীলের দ্বিতীয় গোল। আর ম্যাচে ফিরতে পারেননি থাইরা। তৃতীয় গোলেও অবদান ছেত্রীর। ফিনিশ করলেন অনিরুদ্ধ থাপা। আর চতুর্থ গোলে জেজের ক্নিনিক্যাল ফিনিশ। Photo Courtesy: AIFF/Twitter
advertisement
3/5
এশিয়ান কাপে ৫৪ বছর পর জয়। এশিয়ান কাপের প্রথম ম্যাচে এটাই সবচেয়ে বেশি গোলে জয়। ৪-১ গোলে থাইল্যান্ড বধ। তিন পয়েন্ট নিয়ে এশিয়ান কাপে গ্রুপ শীর্ষে ভারত। ১০ তারিখ গ্রুপের দ্বিতীয় ম্যাচে সুনীলদের প্রতিদ্বন্দ্বী আয়োজক সংযুক্ত আরব আমিরশাহী। সময় আছে। আপাতত তাই জয়ের মৌতাতে ব্লু টাইগার্স। চক দে ইন্ডিয়া ! Photo Courtesy: AIFF/Twitter
advertisement
4/5
এএফসি এশিয়ান কাপে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পরেও আবেগে ভাসতে নারাজ ভারতীয় দলের কোচ স্টিভেন কনস্ট্যানটাইন। বরং গ্রুপের বাকী দুই ম্যাচ নিয়েই ভাবছেন তিনি ৷ রবিবার ম্যাচের পরে স্টিভন বলে যান, ‘‘প্রতি ম্যাচেই জয়ের লক্ষ্যে নামি আমরা। তবে ৪-১ বা ৫-১ জয় কখনও প্রত্যাশার মধ্যে থাকে না। এমনিতে থাইল্যান্ডকে ৪-১ হারালেও আবেগে ভাসতে চাই না। এখনও দুই ম্যাচ বাকি রয়েছে। নকআউট পর্বে যেতে গ্রুপ থেকে আরও দুই পয়েন্ট চাই। সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। সোমবার সকাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যাবে।’’ Photo Courtesy: AIFF/Twitter
advertisement
5/5
থাইল্যান্ডের বিরুদ্ধে ৩৩ বছর পর জয়। থাইল্যান্ডের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় ভারতের। গোলের নিরিখে এই ম্যাচে ফের লিও মেসিকে টপকে গেলেন সুনীল ছেত্রী। দেশের হয়ে ১০৪ ম্যাচে তাঁর গোল ৬৬। মেসির গোল ৬৫। ৮৫টি গোল করে সবার উপরে অবশ্য রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। Photo Courtesy: AIFF/Twitter
বাংলা খবর/ছবি/খেলা/
থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান কাপে স্বপ্নের শুরু ভারতের, কোচ কনস্ট্যানটাইন কী বললেন ? দেখে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল