Cricket ভালোবাসেন নাকি Football! আজ সব মাঠেই হেভিওয়েটদের কড়া টক্কর, জানুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে লা লিগা (La Liga) কিম্বা ইপিএল (EPL) সব জায়গায়তেই কাঁটায় কাঁটায় টক্কর৷
advertisement
1/5

আজ একেবারে ক্রীড়াপ্রেমীদের দিল ‘গার্ডেন গার্ডেন’ হওয়ার দিন৷ আপনি ক্রিকেট ভালোবাসলে ক্রিকেট (cricket) আর ফুটবলপ্রেমী হলে ফুটবল (Football)৷ সব কিছুতেই আজ হেভিওয়েট বনাম হেভিওয়েট লড়াই৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup) থেকে লা লিগা (La Liga), সেখান থেকে ইপিএল (EPL) সব জায়গাতেই আজ সেরার সেরারা নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াইতে নামছে৷ জেনে নিন কখন হবে সেই মেগা টক্কর৷
advertisement
2/5
দুপুর সাড়ে তিনটেয় টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা (Bangladesh vs Sri Lanka)৷ যোগ্যতা অর্জন পর্বের বাধা টপকে দুই দলই মূলপর্বে৷ তাদের খেলা বিকেল সাড়ে তিনটেয়৷ টস (Toss) হবে বিকেল তিনটেয়৷
advertisement
3/5
সন্ধ্যা সাড়ে সাতটায় মেগা এনকাউন্টার৷ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) বাইশ গজের লড়াইতে মুখোমুখি হবে দুই বছর বাদে৷ এই ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটায়৷ টস (Toss) হবে সাতটায়৷
advertisement
4/5
ফুটবল দুনিয়ার মেগা টক্করও এরই কাছাকাছি সময়ে৷ সন্ধ্যা ৭.৪৫ এ৷ লা লিগায় (La Liga) এল ক্লাসিকো (El Classico)৷ বার্সিলোনা বনাম রিয়েল মাদ্রিদ (Barcelona vs Real Madrid) ম্যাচ৷ মেসি (Lionel Messi) ও রোনাল্ডো মহাতারকারা না থাকলেও এই মেগা ম্যাচের লড়াই ঘিরে ফ্যানদের আগ্রহ তুঙ্গে৷
advertisement
5/5
এছাড়া ইপিএলেও (EPL) রয়েছে বড় ম্যাচ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলের (Manchester United vs Liverpool) বিরুদ্ধে৷ এই ম্যাচ রাত নটায়৷