Euro 2020: মাঠে হারল ফ্রান্স, গ্যালারিতে তুমুল ঝগড়া এমবাপে, পোগবা, রাবিওর মায়ের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
মাঠে খেলছে ছেলেরা। গ্যালারিতে মায়েদের তুমুল ঝগড়া!
advertisement
1/5

ভেরোনিক রাবিও। ছেলের বন্ধুদের কাছে তিনি ত্রাস যেন! ছেলের কেরিয়ারের প্রতিটা পদক্ষেপে তাঁর কড়া নজর রয়েছে। আর ছেলের কেরিয়ার, দলে ভূমিকা, কোন পজিশনে খেলালে ভাল-এসব নিয়ে বরাবর মতামত দিয়ে এসেছেন ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিও রাবিওর মা। সেটা করতে গিয়েই তিনি ফ্রান্স-সুইজারল্যান্ড ম্য়াচে গ্যালারিতে পল পোগবা ও কিলিয়ান এমবাপের বাড়ির লোকজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ভেরোনিক।
advertisement
2/5
অনেকে বলেন, আদ্রিওর পিএসজি ছেড়ে জুভেন্টাসে আসার পিছনেও সবচেয়ে বড় কারণ তাঁর মা। ভেরোনিকের সঙ্গে পিএসজির কর্তাদের সম্পর্কের অবনতি হতে থাকে। ফলে পিএসজিতে থাকা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায় আদ্রিওর।
advertisement
3/5
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত জানাচ্ছে, ফ্রান্স-সুইজারল্যান্ড ম্যাচ চলাকালীন গ্যালারিতে পোগবা ও এমবাপের বাড়ির লোকজনদের যা নয় তাই কথা শুনিয়েছেন ভেরোনিক। গোটা ম্য়াচ চলাকালীন নাকি ঝগড়া চলেছে। সুইশদের তৃতীয় গোলের সময় কেন পোগবা বলটা ছেড়ে দিলেন! এই নিয়ে পোগবার মার সঙ্গে ঝামেলা হয়েছে আদ্রিওর মায়ের।
advertisement
4/5
এমবাপে পেনাল্টি মিস করার পর তাঁর বাবা-মাকে কথা শুনিয়েছেন আদ্রিওর মা। এমনকী ঝগড়া থামাতে নিরাপত্তারক্ষীদের আসতে হয় বলে জানা গিয়েছে। ফ্রান্সের হারের জন্য এমবাপে দায়ি। তাই তাঁর ঔদ্ধত্য মানায় না। এসবই বলে ঝামেলা পাকান ভেরোনিক।
advertisement
5/5
সাংবাদিকদের সঙ্গে নাকি এক প্রস্থ লেগে গিয়েছিল ভেরোনিকের। তাঁর দাবি, সংবাদমাধ্যম এমবাপেকে বেশি তোয়াজ করেছে। তাই ফল যা হওয়ার তাই হয়েছে। ম্যাচের পরও নাকি কুড়ি মিনিট ধরে ঝামেলা চলেছিল। জানা গিয়েছে এমনই।