Copa America 2021: সর্বনাশ! রাত পোহালেই ম্যাচ, ভেনেজুয়েলা শিবিরে ১২ জন করোনা পজিটিভ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ব্রাজিলের বিরুদ্ধে প্রথম ম্য়াচটা খেলবে কী করে ভেনেজুয়েলা!
advertisement
1/5

টুর্নামেন্ট আয়োজন নিয়ে এত ঝামেলা! তার পর শেষমেশ ব্রাজিলের শীর্ষ আদালত কোপা আয়োজনের অনুমতি দিয়েছিল। কিন্তু শেষমেশ এবারের কোপায় যেন কারও কুনজর পড়েছে। বল মাঠে গড়ানোর আগেই বড়সড় ধাক্কা। ভেনেজুয়েলা শিবিরে ১২ জন করোনা পজিটিভ।
advertisement
2/5
আগামীকাল ব্রাজিলের বিরুদ্ধে কোপার প্রথম ম্য়াচ ভেনেজুয়েলার। তার আগে এত বড় ধাক্কা! ফুটবলার ও কোচিং স্টাফ মিলিয়ে মোট ১২ জন করোনা আক্রান্ত।
advertisement
3/5
ভেনেজুয়েলা শিবিরের তরফে প্রথমে বলা হয়েছিল, শিবিরের পাঁচ জন করোনা আক্রান্ত। কিন্তু পরে বিবৃতি বদলে জানানো হয়, পাঁচ নয় মোট ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
advertisement
4/5
তা হলে ব্রাজিলের বিরুদ্ধে প্রথম ম্য়াচটা খেলবে কী করে ভেনেজুয়েলা! তা ছাড়া কোপা আয়োজন নিয়েও তো প্রশ্ন উঠে গেল। সংক্রমণের আশঙ্কা তৈরি হল নতুন করে।
advertisement
5/5
ব্রাজিল করোনায় জেরবার। তার মধ্যে কোপা আয়োজন নিয়ে ব্রাজিলের বেশিরভাগ মানুষ প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আদালত অনুমতি দেওয়ায় টুর্নামেন্ট আয়োজনে আর কোনও বাধা ছিল না। শেষ পর্যন্ত ভেনেজুয়েলা শিবিরে করোনার হানা আয়োজকদের চিন্তা বাড়িয়ে দিল। এখন রাতারাতি আয়োজকরা কী ব্যবস্থা করে সেটাই দেখার।