Mustafizur Rahman : কেকেআর দল থেকে ছেঁটে ফেলেছে, খবরটা শোনার পর মুস্তাফিজুরের কী হয়েছিল! জানালেন বাংলাদেশি পেসারের সতীর্থ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mustafizur Rahman : সোহান বলেছেন, বাংলাদেশের যে কোনও মানুষের কাছে মুস্তাফিজুর একজন বিশ্বমানের বোলার। কেকেআর ওকে বাদ দেওয়ায় ওর হতাশ হওয়াচা স্বাভাবিক। তবে ও ভেঙে পড়েনি। বরং স্বাভাবিক ছিল। খবরটা শোনার পর তাৎক্ষনিক একটা হতাশা কাজ করেছিল।
advertisement
1/6

ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন তলানিতে। এমন পরিস্থিতিতে শাহরুখ খানের দল আইপিএল নিলামে বাংলাদেশি পেসারকে দলে নেয়। ব্যাপারটা মোটেও ভাল চোখে দেখেননি একদল সমর্থক। এমনকী সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে কেকেআরকে ক্ষোভের মুখে পড়তে হয়েছে। তবে চাপের মুখে কেকেআর জানতে পারে, বাংলাদেশি পেসারকে তারা আইপিএলে খেলাতে পারবে না।
advertisement
2/6
মুস্তাফিজুর কেকেআর থেকে বাদ পড়ার পর বলেছিলেন, এমনভাবে দল থেকে বাদ পড়লে আর কী করার আছে! তিনি এর থেকে বেশি কিছু বলতে চাননি এই ব্যাপারে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মাঝে পড়ে তিনি দল থেকে বাদ পড়েন।
advertisement
3/6
রংপুর রাইডার্সের হয়ে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছেন মুস্তাফিজুর। দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফলে ভাল পারফর্ম করছেন। গতকালও ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেছেন এই বাংলাদেশি পেসার।
advertisement
4/6
রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, কেকেআর তাঁকে বাদ দিয়েছে, এমন খবর শোনার পর মুস্তাফিজুরের প্রতিক্রিয়া কেমন ছিল! তিনি কি খুবই হতাশ হয়েছিলেন!
advertisement
5/6
সোহান বলেছেন, বাংলাদেশের যে কোনও মানুষের কাছে মুস্তাফিজুর একজন বিশ্বমানের বোলার। কেকেআর ওকে বাদ দেওয়ায় ওর হতাশ হওয়াচা স্বাভাবিক। তবে ও ভেঙে পড়েনি। বরং স্বাভাবিক ছিল। খবরটা শোনার পর তাৎক্ষনিক একটা হতাশা কাজ করেছিল।
advertisement
6/6
সোহান আরও বলেন, ওর আরও অনেক কিছু প্রাপ্য ছিল। বাংলাদেশের ক্রিকেটের জন্য ও কী করেছে তা সবার জানা। ওর উপর আমাদের সবার ভরসা আছে। ও নিজের যোগ্যতায় আজ এই জায়গায় পৌঁছেছে।