Dharmendra : 'অভিনেতা না হলে আপনি কী হতেন?', ধর্মেন্দ্র যে উত্তরটা দিয়েছিলেন, চমকে যান অনেকে! কোন পেশা বেছে নিয়েছিলেন কিংবদন্তি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Dharmendra : আজ থেকে বছর পনেরো আগে ধর্মেন্দ্রকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি অভিনেতা না হতেন তা হলে কোন পেশা বেছে নিতেন! ধর্মেন্দ্রর উত্তর ছিল, হয়তো দেশের জন্য অলিম্পিকে পদক জিততাম!
advertisement
1/6

২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মুম্বইয়ের নিজের বাড়িতেই প্রয়াত হন ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ১২ দিন আগে তাঁকে শ্বাসকষ্টে জন্য ভর্তি করা হয়েছিল। ৮ ডিসেম্বর তিনি ৯০ বছরে পা দিতেন। বলিউডের 'হি-ম্যান' হিসেবে পরিচিত ধর্মেন্দ্রর মৃত্যুতে ভক্তরা মর্মাহত।
advertisement
2/6
ভারতীয় সিনেমায় ফিটনেস চর্চার জন্য ধর্মেন্দ্রর নাম-ডাক ছিল। সুগঠিত স্বাস্থ্যের জন্য পরিচিত ছিলেন তিনি। জিমে ওয়ার্কআউটের ভিডিও মাঝেমধ্যেই দিতেন তিনি।
advertisement
3/6
৮৯ বছর বয়সেও তাঁর এক্সারসাইজ দেখলে অনেকে চমকে যেতেন। খেলার দুনিয়ার অনেক তারকাদের সঙ্গে পরিচিতি ছিল ধর্মেন্দ্রর। সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিকে সন্তানস্নেহ করতেন তিনি।
advertisement
4/6
আজ থেকে বছর পনেরো আগে ধর্মেন্দ্রকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি অভিনেতা না হতেন তা হলে কোন পেশা বেছে নিতেন! ধর্মেন্দ্রর উত্তর ছিল, হয়তো দেশের জন্য অলিম্পিকে পদক জিততাম!
advertisement
5/6
ধর্মেন্দ্রর প্রয়াণে সচিন তেন্ডুলকর লিখেছিলেন, ‘ওঁর এনার্জি সবার মধ্যে ছড়িয়ে পড়ত। আমার সঙ্গে দেখা হলেই বলতেন, তোমাকে দেখলে আমার শরীরে এক কিলো রক্ত বেড়ে যায়। আজ ওঁর চলে যাওয়ায় মনে হচ্ছে আমার শরীরে ১০ কিলো রক্ত কমে গেল।’
advertisement
6/6
ধর্মেন্দ্রর বাবা চাইতেন না ছেলে অভিনয় জগতে আসুক। ধর্মেন্দ্র একটা সময় কবাডি খেলতেন, এমনকী অ্যাথলিট হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। ফলে এটা বলাই যায়, সিনেমা জগতে না থাকলে ধর্মেন্দ্রকে দেখা যেত খেলার দুনিয়ায়!