TRENDING:

Lionel Messi: ফের 'বর্ষসেরা ফুটবলার' হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে

Last Updated:
Lionel Messi: বিশ্বকাপের পর বছর শেষ হতেই জল্পনা চলছিল ২০২২-এর সালের সেরা ফুটবলার কে হবে। মেসি, এমবাপে, বেঞ্জিমা, লেওনডস্কি না নেইমার, রোনাল্ডো। শেষ হাসি হাসলেন মেসিই।
advertisement
1/6
ফের 'বর্ষসেরা ফুটবলার' হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে
২০২২ সাল আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্মরণীয় হয়ে থাকবে লিওনেল মেসির কাছেও। ৩৬ বছরের অপেক্ষার পর মেসির হাত ধরে ফের একবার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। প্রতিযোগিতায় ৭টি গোল ও ৩টি অ্যাসিস্ট করে সেরা প্লেয়ার হয়ে গোল্ডেন বলও পেয়েছিলেন মেসি।
advertisement
2/6
অপরদিকে, ফাইনালে হ্যাটট্রিক করলেও টানা দ্বিতীয়বার বিশ্বজয় অধরাই থেকে গিয়েছিল ফরাসী তারকা কিলিয়ান এমবাপের। বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করে পেয়েছিলেন গোল্ডেন বুট। বিশ্বকাপের পর বছর শেষ হতেই জল্পনা চলছিল ২০২২-এর সালের সেরা ফুটবলার কে হবে। মেসি, এমবাপে, বেঞ্জিমা, লেওনডস্কি না নেইমার, রোনাল্ডো।
advertisement
3/6
কদিন আগেই ইংলিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের তরফ থেকে মেসিকে ২০২২ সালের সেরা প্লেয়ার বাছা হয়েছিল। মাঠের সবদিক বিবেচনা করে প্রতিবছর সেরা ১০০ ফুটবলার বাছাই করে গার্ডিয়ান। সেখান থেকে ২০৬ জনের একটি নির্বাচক প্যানেলের ভোটের মাধ্যমে সেরা নির্বাচিত হয়েছিলেন মেসি। হারিছিলেন কিলিয়ান এমবাপেকে।
advertisement
4/6
এবার ফের বর্ষসেরা নির্বাচিত হলেন মেসি। ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে জুরিখ ভিত্তিক সংস্থা আইএফএফএইচএস-এর কনমেবল তথা লাতিন আমেরিকা অঞ্চলের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। এমন সম্মান পেয়ে খুশি আর্জেন্টাইন মহাতারকা।
advertisement
5/6
এদিকে, বর্ষসেরা ফুটবলার ছাড়াও লাতিন আমেরিকার বর্ষসেরা একাদশও ঘোষণা করেছে সংস্থাটি। সেখানে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা ফুটবলারের সংখ্যা বেশি। লিওনেল মেসি ছাড়া জায়গা পেয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ। ব্রাজিল থেকে একাদশে সুযোগ পেয়েছেন নেইমার, ক্যাসেমিরো, থিয়াগো সিলভা ও ভিনিসিয়াস জুনিয়র।
advertisement
6/6
তবে এখনও ফিফা বর্ষসেরা ফুটবলার ও ব্যালন ডি অর অ্যাওয়ার্ড ঘোষণা বাকি রয়েছে। সেখানে কোনও তারকা বাজিমাত করেন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। তবে সেখানেই অ্যাডভান্টেজ লিওনেল মেসিই বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/খেলা/
Lionel Messi: ফের 'বর্ষসেরা ফুটবলার' হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল