কাতার বিশ্বকাপে দেখা যাবে না একাধিক তারকাদের, মিস করবে ফুটবল প্রেমীরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
২০ তারিখ থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২২। মেসি-নেইমার-রোনাল্ডোদের খেলা দেখতে মুখিয়ে গোটা ফুটবল বিশ্ব। তবে এমন কিছু তারকা রয়েছে যাদের মিস করবে কাতার।
advertisement
1/10

মহম্মদ সালাহ- ক্লাব ফুটবলে দাপটের সঙ্গে খেলেন মহম্মদ সালহা। লিভারপুল অ্যাটাকিং লাইনের বড় ভরসা তিনি। বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা সালহা। তার দেশ মিশরও পারেনি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে।
advertisement
2/10
দোন্নারুম্মা- গত বছর ইতালিকে ইউরো জেতানোর নায়ক ছিলেন গোলরক্ষক দোন্নারুম্মা। বিশ্বকাপের মঞ্চে যাকে মিস করবে সবাই। কারণ ২০১৮ বিশ্বকাপের মতো এবারও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি।
advertisement
3/10
জর্জিও চিয়েলিনি- ইতালির রক্ষণের সেরা স্তম্ভ তিনি। ইউরো জয়ে নিয়েছিলেন বড় ভূমিকা। কিন্তু বিশ্বকাপে দেখা যাবে মা তাকে। বর্তমানে ৩৮ বছর বয়স তার। ফলে তাকে আর বিশ্বকাপে দেখা যাবে না।
advertisement
4/10
ডেভিড আলাবা- ডেভিড আলবা ক্লাব ফুটবলে অন্যতম সেরা তারকা। কিন্তু তার দেশ অস্ট্রিয়া যোগ্যতা অর্জন করতে না পারায় রিয়াল মাদ্রিদের এই ফুটবলারকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে।
advertisement
5/10
রিয়াদ মাহরেজ- ম্যানচেস্টার সিটির হয়ে নিজের জাত চিনিয়েছেন মাহরেজ। কিন্তু তার দেশ আলজেরিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। এই উইঙ্গারকে তাই মিস করবে কাতার বিশ্বকাপ।
advertisement
6/10
আর্লিং হলান্ড- ম্যানচেস্টার সিটির নরওয়ের এই ফুটবলারের আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাব মাত্র ১৯ বছর বয়সে। তবে নিজের জাত চেনাতে বেশি দিন সময় নেননি। কিন্তু তার দেশ নরওয়ে কাতার বিশ্বকাপে উঠতে পারেনি।
advertisement
7/10
টিমো ওয়ার্নার- জার্মানির ফরোয়ার্ড টিমো ওয়ার্নার চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ২০২৩ সালের আগে আর মাঠে ফেরা হবে না লাইপজিগের ফরওয়ার্ডের।
advertisement
8/10
পল পগবা- গতবার ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন পল পগবা। জুভেন্তাসের এই তারকা চোটের কারণে ছিটকে গেছেন। ফ্রান্সের জার্সিতে তাই বিশ্বকাপে খেলা হবে না তার।
advertisement
9/10
এনজোলো কন্তে- গতবার বিশ্বকাপে ফ্রান্সের জয়ে বড় ভূমিকা ছিল এনজোলো কন্তের। কিন্তু এবার চোটের কারণে তাকেও দেখা যাবে কাতারে।
advertisement
10/10
ফঁক কেসিয়ে- আইভরি কোস্ট যোগ্যতা অর্জন করতে না পারায় বার্সেলোনার এই ফুটবলারকে খেলতে দেখা যাবে না কাতার বিশ্বকাপে।