TRENDING:

তিতের জায়গায় ব্রাজিলের পরবর্তী কোচ কে, তালিকায় একাধিক বিদেশী হেভিওয়েটের নাম

Last Updated:
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। তারপরই কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিতে। নেইমারদের নতুন কোচের তালিকায় একাধিক হেভিওয়েটের নাম।
advertisement
1/6
তিতের জায়গায় ব্রাজিলের পরবর্তী কোচ কে, তালিকায় একাধিক বিদেশী হেভিওয়েটের নাম
ব্রাজিলের বাসিন্দা হলেও সালোমি বলেছিলেন গ্রুপ পর্বে ব্রাজিল দল ভালো খেললেও নকআউটে সেমি ফাইনাল পর্যন্ত পৌছতে পারবে না। এছাড়া বেলজিয়াম, ক্রোয়েশিয়া, জার্মানির ফল ভালো হবে না , সবকিছুই জানিয়েছিলেন সালোমি।
advertisement
2/6
দুষ্কৃতীর হামলা থেকে বাঁচলেন নেইমারদের কোচ, গেল গলার হার
advertisement
3/6
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফে বিদেশী কোচ হিসেবে যাদের পছন্দ করা হয়েছে সেই তালিকায় রয়েছে হোসে মোরিনহোর নামও। বর্তমানে এএস রোমা দলের কোচিং করাচ্ছেন তিনি। ব্রাজিলের তরফ থেকে প্রস্তাবও দেওয়া হয়েছিল মোরিহনকে। এখনও পর্যন্ত খবর সেই প্রস্কাব নাকোচ করে দিয়েছেন মোরিনহো।
advertisement
4/6
এছাড়া ক্লাব ফুটবলের আরও তারকা কোচ কার্লো অ্যানসেলোত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ব্রাজিলের ফুটবল কর্তারা। বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন অ্যানসেলোত্তি। তিনিও ব্রাজিলের প্রস্তাবে রাজি নন বলেই খবর।
advertisement
5/6
সর্বশেষ যা আপডেট তাকে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদানকে দলের কোচ হিসেব পছন্দ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের। ফ্রান্সের কোচ হতে চলেছেন জিদান এমনটা শোনা গেলও এমবাপেদের হেডস্যার হিসেবে দিদিয়ের দেশঁ থেকে যাচ্ছেন। জিদান ২০২১ সালে রিয়াল ছাড়ার পর এখনওকোনও কোচিং করাননি। তাই জিদানকেই পাখির চোখ করেছে ব্রাজিল। ২০২৬ জিজুর হাত ধরেই দল ঘুড়ে দাঁড়াতে পারে বলে মনে করছেব ব্রাজিলের ফুটবল কর্তারা। যদিও জিদান এখনও কিছু জানাননি।
advertisement
6/6
আজ পর্যন্ত ব্রাজিলের ইতিহাসে কোনও দিন বিদেশী কেচ আসেনি। ৫ বারের বিশ্বজয়ী দলের কোনও বিেদশী কোচের প্রয়োজন নেই বলেই মনে করত ব্রাজিলের ফুটবল সংস্থা। এবার নিয়ম ভেঙে নতুন ইতিহাস তৈরি হয় কিনা সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/খেলা/
তিতের জায়গায় ব্রাজিলের পরবর্তী কোচ কে, তালিকায় একাধিক বিদেশী হেভিওয়েটের নাম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল