TRENDING:

সুখে-দুঃখে-সাফল্যে বছরের পর বছর, আর্জেন্টিনার 'জয়-বীরু' মেসি-দি মারিয়া

Last Updated:
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ৩-৩। রুদ্ধশ্বাস টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্ব জয় আর্জেন্টিনা। মেসি-দি মারিয়া জুটিতে আরও একবার কেল্লাফতে নীল-সাদা ব্রিগেডের। সঙ্গে গোলরক্ষক মার্টিনেজের অনবদ্য গোলকিপিং।
advertisement
1/5
সুখে-দুঃখে-সাফল্যে বছরের পর বছর, আর্জেন্টিনার 'জয়-বীরু' মেসি-দি মারিয়া
সেই ২০০৫ অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ থেকে নীল-সাদা জার্সিতে একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াইয়ের শুরু লিওনেল মেসি ও অ্যা‍ঞ্জেল দি মারিয়ার। ২০০৫ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়নও করেছিলেন মেসি-দি মারিয়া জুটি। অন্তরঙ্গ বন্ধুত্বটা গড়ে উঠেছিল তখন থেকেই।
advertisement
2/5
এরপর ফুটবল কেরিয়ারে সিনিয়র দলে প্রবেশ। সেখানেও বহু যুদ্ধজয়ের সাক্ষী আর্জেন্টিনার 'জয়-বীরু' জুটি। ২০০৮ সালে একসঙ্গে আর্জেন্টিনাকে অলিম্পিক চ্যাম্পিয়ন করেছেন মেসি-দিমারিয়া। মেসির অ্যাসিস্টে দি মারিয়ার গোলে গলায় উঠেছিল গোল্ড মেডেল।
advertisement
3/5
এরপর দুই বন্ধু কেরিয়ার গতি পেয়েছে। মেসি ব্যক্তিগত নৈপুণ্যে মহাতারকা হয়ে উঠেছেন। দি মারিয়াও বিশ্ব ফুটবলে সেরা তারকাদের মধ্যে অন্যতম। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে হারের পর দুজনের চোখের জল দেখেছিল গোটা বিশ্ব। কিন্তু সুখে-দুঃখে পাশে থেকেছেন, বন্ধুত্বে কোনও দিন আসতে দেননি ফাটল।
advertisement
4/5
২০২১ সালে আর্জেন্টিনার আন্তর্জাতিক ট্রফি জয়ের খরা কাটে মেসির হাত ধরে। ফাইনালে চিরপ্রতীদ্বন্দ্বি দেশ ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ফাইনালে দি মারিয়ার করা একমাত্র গোলেই স্বপ্নপূরণ হয় মেসির।
advertisement
5/5
এবার ২০২২ সাল। মেসি-দি মারিয়া জুটিতে ভর করেই ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। প্রথমার্ধে দি মারিয়া অর্জন করা বক্সে ফাউল থেকে পেনাল্টি, আর সেখান থেকে গোল করেন মেসি। দ্বিতীয় গোল করেন দি মারিয়া। আর্জেন্টিনার তৃতীয় গোল করেন মেসি। ফুটবল কেরিয়ারের সায়াহ্নে চলে এসেছেন দুই তারকা। তবে এইভাবেই অটুট থাক তাদের বন্ধুত্ব।
বাংলা খবর/ছবি/খেলা/
সুখে-দুঃখে-সাফল্যে বছরের পর বছর, আর্জেন্টিনার 'জয়-বীরু' মেসি-দি মারিয়া
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল