বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশিবার অংশ নিয়েছ কোন দেশ, রইল প্রথম পাঁচের তালিকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফিফা কাতাপ বিশ্বকাপ ২০২২। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞকে ঘিরে উত্তেজনায় ফুটছে গোটা বিশ্ব। সম্পূর্ণ প্রস্তুত কাতারও। ফুটবল বিশ্বকাপ শুরুর আগে দেখে নিন প্রতিযোগিতার ইতিহাসে সবথেকে বেশিবার খেলেছে কোন কোন দেশ।
advertisement
1/5

ব্রাজিল- এই তালিকায় সব চেয়ে আগে যে ব্রাজিলের নাম উঠে আসবে তা সহজেই অনুমান করা যায়। ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের মূল রাউন্ডে ২১ বারই খেলেছে। ১৯৩০-এ বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে তারা একবারও ছিটকে যায়নি। মূল পর্বে ব্রাজিল মোট ১০৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৭৩টি ম্যাচ তারা জিতেছে। হেরেছে ১৮টি ম্যাচ, অমীমাংসিত থেকেছে ১৮টি ম্যাচ। সর্বাধিক ৫ বার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল।
advertisement
2/5
জার্মানি- ব্রাজিলের পরেই স্থান জার্মানির। বিশ্বকাপ ফুটবলের মূল রাউন্ডে জার্মানি খেলেছে ১৯ বার। আর ম্যাচ খেলেছে ১০৯টি। এর মধ্যে জয় এসেছে ৬৭টি ম্যাচে, হার হয়েছে ২২টি ম্যাচে আর অমীমাংসিত থেকেছে ২০টি ম্যাচ। সর্বশেষ বিশ্বকাপ ট্রফিটি এসেছে ২০১৪ সালে। মোট ৪ বার বিশ্বকাপ জিতেছে জার্মানরা। ১৯৩০ ও ১৯৫০ বিশ্বকাপে খেলেনি জার্মানি।
advertisement
3/5
ইতালি- এই তালিকায় তৃতীয় দেশটির নাম ইতালি। তারা মোট ১৮ বার বিশ্বকাপ ফুটবলের মূল রাউন্ডে খেলেছে। ১৮ বার যোগ দিয়ে মোট ৮৩টি ম্যাচ খেলেছে ইতালি। এর মধ্যে জিতেছে ৪৫টি ম্যাচে, হেরেছে ১৭টি ম্যাচে আর ২১টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। ১৯৩০ সালে বিশ্বকাপে যোগ দেয়নি ইতালি, আর ১৯৫৮, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে আজুরিরা। ৪ বার বিশ্বকাপ জিতেছে ইতালি।
advertisement
4/5
আর্জেন্টিনা- বিশ্বকাপের মূল রাউন্ডে সব চেয়ে বেশি খেলা দেশের তালিকায় চতুর্থ স্থানে আর্জেন্টিনা। মূল রাউন্ডে ১৭ বার খেলে ৮১টি ম্যাচে ৪৩টি জয়,২৩টি হার ও ১৫টি ম্যাচ অমীমাংসিত। ১৯৭০ সালে আর্জেন্তিনা মূল পর্বে উঠতে পারেনি। আর ১৯৩৮ ও ১৯৫০ সালে বিশ্বকাপ আয়োজন করা নিয়ে মতবিরোধের কারণে এবং ১৯৫৪ বিশ্বকাপে রাজনৈতিক কারণে আর্জেন্তিনা যোগ দেয়নি। ২ বার বিশ্বকাপ জিতেছে নীল-সাদা ব্রিগেড।
advertisement
5/5
স্পেন- বিশ্বকাপের মূল রাউন্ডে সব চেয়ে বেশি খেলা ৫টি দেশের তালিকায় সব শেষে রয়েছে স্পেন। বিশ্বকাপের মূল পর্বে স্পেনকে দেখা গিয়েছে ১৫ বার। ৬৩টি ম্যাচ খেলে৩০টি জঠ, ১৮টি হার ও বাকি ম্যাচ অমীমাংসিত থেকেছে। ১৯৩৮-এর বিশ্বকাপে তারা গৃহযুদ্ধের জন্য নাম তুলে নেয়। ১৯৫৪, ১৯৫৮, ১৯৭০ এবং ১৯৭৪ বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে উঠতে পারেনি স্পেন। একবার বিশ্বকাপ জিতেছে স্প্যানিশ আর্মাডারা।