মাঠ নয় যেন 'স্বপ্নপূরী', ফুটবল বিশ্বকাপের ৮ স্টেডিয়াম অবাক করবে আপনাকেও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফিফা কাতাপ বিশ্বকাপ ২০২২। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞকে ঘিরে উত্তেজনায় ফুটছে গোটা বিশ্ব। সম্পূর্ণ প্রস্তুত কাতারও। ফুটবল বিশ্বকাপ শুরুর আগে দেখে নিন কাতারের আট স্টেডিয়াম।
advertisement
1/8

লুসাইল আইকোনিক স্টেডিয়াম- ৮০ হাজার দর্শক বসতে পারেন এই স্টেডিয়ামে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের জন্য এই লুসাইল আইকোনিক স্টেডিয়ামটিই বেছে নেওয়া হয়েছে। ২০১৭-তে এর নির্মাণকাজ শুরু হয়, শেষ হয় ২০২১-এ। স্টেডিয়াম ঠান্ডা রাখার জন্য অতি উচ্চ মানের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
2/8
আল-বায়াত স্টেডিয়াম- দেশের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম হল এটি। এতে ৬০ হাজার দর্শক বসতে পারেন। এর নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালে। ৭ বছর লাগে কাজ সম্পূর্ণ হতে। এই স্টেডিয়ামে ৯টি ম্যাচ খেলা হবে, তার মধ্যে ৩টি নক-আউট পর্যায়ের ম্যাচ।
advertisement
3/8
এডুকেশন সিটি স্টেডিয়াম- ২০১৬ সালে এই স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়েছিল। চার বছর পরে ২০২০ সালে সেই কাজ শেষ হয়। বিশ্বের সব চেয়ে পরিবেশ-বান্ধব স্টেডিয়াম এটি। এই স্টেডিয়ামে দর্শকাসন সংখ্যা ৪৫৩২০।
advertisement
4/8
স্টেডিয়াম ৯৭৪- এই স্টেডিয়ামের এই অদ্ভুত নামের একটা কারণ আছে। ৯৭৪টি রি-সাইকলড্ শিপিং কন্টেনার দিয়ে এই স্টেডিয়াম তৈরি। ২০১৮ সালে এর নির্মাণকাজ শুরু হয়ে তিন বছর পরে তা শেষ হয়। এখানে দর্শকাসন সংখ্যা ৪৫৩২০। বিশ্বকাপ ফুটবলের পরে এটি ভেঙে ফেলা হবে।
advertisement
5/8
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম- কাতারের সব চেয়ে পুরোনো স্টেডিয়াম এটি। ২০১৪ সালে থেকে ২০১৭ সাল পর্যন্ত, এই তিন বছর ধরে এই স্টেডিয়ামের সংস্কারকাজ চলে। এতেও ৪০ হাজার দর্শক বসতে পারেন। কাতারের প্রাক্তন আমীর খলিফা বিন হামেদ আল থানির নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।
advertisement
6/8
আহমেদ বিন আলি স্টেডিয়াম- কাতারের এই স্টেডিয়ামটিও প্রাক্তন আমীর খলিফা বিন হামেদ আল থানির নামে উৎসর্গ করা হয়েছে। এই স্টেডিয়ামে সাধারণত ফুটবল ম্যাচ হয়ে থাকে। ফিফা ২০২২ বিশ্বকাপে এই স্টেডিয়ামে ৯টি দেশ খেলবে।
advertisement
7/8
আল থুম্মা স্টেডিয়াম- কাতারের রাজধানী দোহায় এই স্টেডিয়াম। চার বছর ধরে এর নির্মাণকাজ চলার পরে ২০২১-এর অক্টোবরে এই স্টেডিয়াম খুলে দেওয়া হয়। বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হবে।
advertisement
8/8
আল জ্যানাব স্টেডিয়াম- ২০১৯-এর ১৬ মে এই স্টেডিয়ামের উদ্বোধন করা হয়। এই স্টেডিয়ামে ৪০ হাজার দর্শক বসতে পারেন। পালতোলা নৌকার পালের অনুকরণে এই স্টেডিয়ামের ছাদটি নির্মিত। যা সকলকেই অবাক করবে।