TRENDING:

Stadium 974: কাজ শেষ, তাই ছুটি! ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের পরেই খুলে ফেলা হবে স্টেডিয়াম

Last Updated:
আশা করা হচ্ছে এটা এই মুহূর্তে আফ্রিকায় যাবে৷ তারপর হয়ত উরুগুয়েতে গিয়ে থামবে৷ উরুগুয়েতে প্যান সাউথ আমেরিকা কম্পিটিশন হবে ২০৩০এ ৷
advertisement
1/4
কাজ শেষ, তাই ছুটি! ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের পরেই খোলা হবে স্টেডিয়াম
#দোহা: ফিফা ফুটবল বিশ্বকাপ একেবারে জোরকদমে চলছে৷ এবারের বিশ্বকাপে একাধিক নতুন নতুন বিষয় ঘটেছে৷ তার মধ্যে একটি হল দোহায় তৈরি হওয়া স্টেডিয়াম নম্বর ৯৭৪৷ এই স্টেডিয়ামটি কন্টেনার দিয়ে তৈরি৷ কিন্তু এবার এটা ভেঙে ফেলার সময় চলে এল৷ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচই এই ভ্যেনুতে শেষ ম্যাচ ছিল ৷ যে ম্যাচে ৪-১ গোলে ব্রাজিল জিতেছিল৷  সেই স্টেডিয়াম আর থাকবেই না৷ কন্টেনারগুলি ভেঙে ভেঙে আবার অন্য দেশে পাড়ি দেবে আবার নতুন জায়গায় তৈরি হবে নতুন স্টেডিয়াম৷ কন্টেনার সরিয়ে নেওয়ার পর স্টিলের কনস্ট্রাকশনও একইভাবে খুলে নেওয়া হবে৷
advertisement
2/4
৪০ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামের ভবিষ্যত ইতিমধ্যেই স্থির হয়ে গেছে৷ লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্কট্যাঙ্কের একজন করিম এলগেন্ডি ছিলেন কাতার বিশ্বকাপের ক্লাইমেট কনসালটেন্ট বলেছেন দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই ধরণের বাড়ি ফের খুলে নেওয়া একটা বড় অধ্যায়৷
advertisement
3/4
দু সপ্তাহের কম সময়ের জন্য আত্মপ্রকাশ করা বিশ্বকাপের এই ভ্যেনু স্টেডিয়াম ৯৭৪- র এবারের মতো জীবনকাল শেষ৷ ৯৭৪ টি স্ট্যাকড শিপিং কন্টেনার দিয়ে তৈরি এই স্টেডিয়ামে ৭ টি ম্যাচ খেলা হয়েছে৷ বিশ্বকাপের ইতিহাসে এটি প্রথম টেম্পোরারি স্টেডিয়াম৷
advertisement
4/4
আশা করা হচ্ছে এটা এই মুহূর্তে আফ্রিকায় যাবে৷ তারপর হয়ত উরুগুয়েতে গিয়ে থামবে৷ উরুগুয়েতে প্যান সাউথ আমেরিকা কম্পিটিশন হবে ২০৩০এ ৷
বাংলা খবর/ছবি/খেলা/
Stadium 974: কাজ শেষ, তাই ছুটি! ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচের পরেই খুলে ফেলা হবে স্টেডিয়াম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল