TRENDING:

কাতারে বিশ্বকাপ জিতবে কোন দেশ, উত্তর মিলল বিজ্ঞানীদের গবেষণায়

Last Updated:
আর কিছু সময়ের অপক্ষা। তারপরই কাতারে শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। কারা জিতবে এবারের বিশ্বকাপ তা নিয়ে আলোচনা বিশ্বজুড়ে। প্রতিযোগিতা শুরুর আগেই সম্ভাব্য জয়ী বাছল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ তিন সংস্থার গবেষণা।
advertisement
1/6
কাতারে বিশ্বকাপ জিতবে কোন দেশ, উত্তর মিলল বিজ্ঞানীদের গবেষণায়
২০ তারিখ থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২২। কোন দেশের দল এবার কতটা শক্তশালী, এবার কারা হবে বিশ্বজয়ী হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। বিশ্বকাপ শুরুর আগে বিজ্ঞানীরা কিন্তু গবেষণার মাধ্যমে বেছে নিয়েছে কোন দেশ হবে বিশ্বসেরা।
advertisement
2/6
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ তিন সংস্থা গবেষণা করেছে। শেষ চার বছরের পারফরম্যান্স ও নানা ধরনের অঙ্কের বিচারর মাধ্যমে ঠিক করা হয়েছে সেমি ফাইনালিস্ট ও জয়ী দেশের নাম। সমীক্ষার রিপোর্ট কিন্তু মেসি ভক্তদের চিন্তা বাড়াবে আর হাসি চওড়া হবে নেইমার ফ্যানেদের মুখে।
advertisement
3/6
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের গবেষণা বলছে ১৮ ডিসেম্বর কাপ উঠতে চলেছে ব্রাজিলের হাতে। অর্থাৎ ষষ্ঠবারের জন্য বিশ্বসেরা হতে চলেছে সেলেকাওরা। দুটি সমীক্ষাতেই ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বেলজিয়ামের নাম।
advertisement
4/6
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে এবার বিশ্বকাপের সেমিফইনালে দেখা হবে চির প্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিন। সেখানে মেসির দলকে হারাবে নেইমারের দল। অপরদিকে, নিয়েলসেনের গ্রেসনোট সংস্থার দাবি, ব্রাজিল বনাম আর্জেন্টিনার স্বপ্নের ফাইনাল হতে চলেছে এবার। সেখানে জিতবে ব্রাজিল।
advertisement
5/6
লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ। বেলজিয়ামের জেতার সম্ভাবনা ১৮.৯ শতাংশ। আর্জেন্টিনার সম্ভাবনা ১৩.২ শতাংশ। ফলে সবক্ষেত্রেই নেইমারদের সম্ভাব্য বিজশী হিসেবে ধরা হয়েছে।
advertisement
6/6
তবে এই গবেষণার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলে জানিয়েছেন গবেষকরা। এই বিশ্লেষণ করে তারা যে বেশ মজা পেয়েছে তাও জানিয়েছেন বিজ্ঞানীরা। এখন আদৌ মেলে কিনা এই গবেষণা, তার উত্তর মিলবে ১৮ ডিসেম্বর।
বাংলা খবর/ছবি/খেলা/
কাতারে বিশ্বকাপ জিতবে কোন দেশ, উত্তর মিলল বিজ্ঞানীদের গবেষণায়
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল