TRENDING:

Quarter Final Line Up: ব্রাজিলের মিডফিল্ড মেশিন নেইমার তেলে দৌড়চ্ছে, জেনে নিন কোয়ার্টার ফাইনাল কবে কখন

Last Updated:
সোমবার মধ্যরাতে যে ফুটবলটা ব্রাজিল খেলল তাতে বার্তা দিল যে বিশ্বকাপে তাদের হারানো বেশ চাপের , নেইমার মিডফিল্ড জেনারেলের হয় যেভাবে ওঠানামা করে খেললেন ও খেলালেন তাতে তাঁর চোটের পরিমাণ নিয়ে আর কারোর মনে আপাতত কোনও সন্দেহের অবকাশ নেই৷
advertisement
1/6
ব্রাজিলের মিডফিল্ড মেশিন নেইমার তেলে দৌড়চ্ছে,জেনে নিন কোয়ার্টার ফাইনাল কবে কখন
#দোহা: রিচার্লিসনের গোল ব্রাজিলের স্কোরলাইন ৩-০ হতেই তিতের নাচ৷ আসলে এটা সারা পৃথিবীতেই ব্রাজিল ফ্যানদের ছবি৷ ৬১ বছরের ম্যানেজার রক্ত ফোটা তরুণ তুর্কিদের সঙ্গে মাতেন সেলিব্রেশনে৷ দলের দুরন্ত ছন্দে থাকার পাশাপাশি নেইমারের মাঠে ফেরা একটা বড় স্বস্তি সাম্বাবাহিনীর জন্য৷ Photo- AP 
advertisement
2/6
সোমবার মধ্যরাতে যে ফুটবলটা ব্রাজিল খেলল তাতে বার্তা দিল যে বিশ্বকাপে তাদের হারানো বেশ চাপের , নেইমার মিডফিল্ড জেনারেলের হয় যেভাবে ওঠানামা করে খেললেন ও খেলালেন তাতে তাঁর চোটের পরিমাণ নিয়ে আর কারোর মনে আপাতত কোনও সন্দেহের অবকাশ নেই৷
advertisement
3/6
সার্বিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলা দেখিয়েই ব্রাজিল শুরু করেছিল কিন্তু সেই ম্যাচে চোটর পর বাকি দুটি ম্যাচ ব্রাজিল খেললেও সেই রঙটা দেখা যায়নি৷ এমনকি শেষ গ্রুপ পর্বের ম্যাচে ক্যামেরুনের কাছে হারতেও হয়েছিল তাদের তাই এদিন নেইমার এসে বুঝিয়ে দিলেন আক্রমণভাগের মাঝমাঠের মেশিনারি নেইমার তেলেই বেশি ভাল কাজ করে৷ এদিন প্রথমার্ধেরই ৪ গোলের পর আর যেন সেই ঝাঁঝের দাপট খানিকটা কমিয়ে দিল তিতের ছেলেরা৷
advertisement
4/6
এদিকে এদিনের দুটি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচের পর আরও একটি কোয়ার্টার ফাইনালের ছবি পরিষ্কার হয়ে গেল৷ শুক্রবার রাত সাড়ে আটটায় খেলবে ব্রাজিল৷ প্রতিপক্ষ ক্রোয়েশিয়া৷
advertisement
5/6
ব্রাজিলের হয়ে প্রি কোয়ার্টারের গোলদাতারা হলেন ভিনিসিয়াস জুনিয়ার (৭' ), নেইমার (পেনাল্টি ১৯'), রিচারলিসন (২৯'), লুকাস পাকুয়েত্তা (৩৮')৷
advertisement
6/6
এদিকে ক্রোয়েশিয়া বনাম জাপান ম্যাচে এবারের বিশ্বকাপের প্রথম পেনাল্টি শ্যুটআউট হল৷ নির্ধারিত সময় এবং এক্সট্রা টাইমে খেলার ফল ১-১ থাকার পর ৩-১ ম্যাচ জেতে ক্রোয়েশিয়া৷
বাংলা খবর/ছবি/খেলা/
Quarter Final Line Up: ব্রাজিলের মিডফিল্ড মেশিন নেইমার তেলে দৌড়চ্ছে, জেনে নিন কোয়ার্টার ফাইনাল কবে কখন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল