TRENDING:

মেসির সাম্রাজ্য টলমল এমবাপের কাছে! এই তথ্য ভয় ধরানে আর্জেন্টিনা সমর্থকদের

Last Updated:
রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে বিশ্বজয় করেছে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালের এমবাপের হ্যাটট্রিক প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে। এমনকী মেসির সাম্রাজ্যের দখল নিতে পারেন এমবাপে এমনটাও আলোচনা শুরু হয়েছে। দুই তারকার ২৩ বছর বয়সের পরিসংখ্যানে কিন্তু অনেক এগিয়ে এমবাপে।
advertisement
1/7
মেসির সাম্রাজ্য টলমল এমবাপের কাছে! এই তথ্য ভয় ধরাবে আর্জেন্টিনা সমর্থকদের
বিশ্বকাপ জিতবেন সেটা কী আগে থেকেই জানতেন মেসি? ইঙ্গিত আগেই দিয়েছিলেন
advertisement
2/7
দুই ফুটবলারই খুব কম সময়ে দেশের জার্সিতে তারকা হয়ে ওঠেন। ২৩ বছর বয়সে ক্লাব ও আন্তর্জাতিক ফুবল মিলিয়ে মেসিখেলেছিলেন ২৬৯টি ম্যাচ, সেখানে এমবাপে খেলে ফেলেছেন ৩০৩টি ম্যাচ
advertisement
3/7
বয়স ২৩-এ এমবাপের থেকে গোল সংখ্যাটাও অনেকটা পিছিয়ে ছিলেন মেসি। ২৩ বছরে সব ধরনের ফুটবল মিলিয়ে মেসির গোলসংখ্যা ছিল ১৮০। সেখানে এমবাপে ২২৯টি গোল করে ফেলেছেন।
advertisement
4/7
দুই তারকার ২৩ বছর বয়সে গোল অ্যাসিস্টের সংখ্যার তুলনা করলে সেখানে মেসির থেকে এগিয়ে এমবাপে। সেই সময় মেসির অ্যাসিস্ট সংখ্যা ছিল ৮২টি। এমবাপের এখন অ্যাসিস্টের সংখ্যা ১১১।
advertisement
5/7
২৩ বছর বয়সে দেশের জার্সিতে মেসি ম্যাচ খেলেছিলেন ৫৭টি ও এমবাপে খেলেছেন ৬৭টি। ৫৭টি ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসি করেছিলেন ১৭টি। অপরদিকে,৬৭টি ম্যাচে ফ্রান্সের হয়ে এমবাপের গোলসংখ্যা ৪০।
advertisement
6/7
একমাত্র ২৩ বছর বয়সে ট্রফি জেতার নিরিখেই এমবাপের একেবারে কাছাকাছি রয়েছেন মেসি। এই বয়সে এমবাপে মোট ১২টি ট্রফি জিতেছেন। আর মেসি জিতেছিলেন মোট ১১টি ট্রফি।
advertisement
7/7
একমাত্র ব্যালন ডিঅর পাওয়ার নিরিখে এমবাপের থেকে এগিয়ে মেসি। ২৩ বছর বয়সে মেসি ২টি ব্যালন ডিঅর জিতে ফেলেছিলেন। কিন্তু এমবাপে এখনও একটিও পাননি।
বাংলা খবর/ছবি/খেলা/
মেসির সাম্রাজ্য টলমল এমবাপের কাছে! এই তথ্য ভয় ধরানে আর্জেন্টিনা সমর্থকদের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল