TRENDING:

পরের বিশ্বকাপেও খেলবেন মেসি! স্কালোনির মন্তব্যে আশার আলো

Last Updated:
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ৩-৩। রুদ্ধশ্বাস টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্ব জয় আর্জেন্টিনা। কাতার জয়ের পর ২০২৬ বিশ্বকাপেও কী খেলবেন মেসি। স্কালোনির কথায় নতুন জল্পনা।
advertisement
1/6
পরের বিশ্বকাপেও খেলবেন মেসি! স্কালোনির মন্তব্যে আশার আলো
িবশ্বকাপের আগেই আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি জানিয়েছিলেন এটিই তার শেষ বিশ্বকাপ। ফলে কাতারের পর মেসি অবসর নিয়ে নেবেন কিনা তা নিয়েও চলছিল জল্পনা। কিন্তু এখনও সকলের মন ভাঙেননি লিও।
advertisement
2/6
রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে নিজে জোড়া গোল করেছেন। চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি স্বয়ং জানিয়েছেন এখনও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান।
advertisement
3/6
মেসি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত আর্জেন্টিনার কোচ লিওনেলব স্কালোনি। এমনকী বিশ্বজয়ীকোচের কথায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে আগামি ২০২৬ বিশ্বকাপেও কী খেলবেন মেসি।
advertisement
4/6
তার দলে যে মেসির জন্য জায়গা থাকবে সেকথা সাফ জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কোচ। বলেছেন,'২০২৬ বিশ্বকাপের জন্য এখন থেকেই ওর জন্য একটা জায়গা রেখে দিতে হবে। যদি ও খেলা চালিয়ে যেতে চায়, তা হলে আমাদের সঙ্গেই থাকবে।'
advertisement
5/6
তবে মেসি ২০২৬ পর্যন্ত খেলা চালাবেন কিনা সেই সিদ্ধান্ত তার উপরই ছেড়েছেন স্কালোনি। বলেছেন,'মেসি এখন যে জায়গায়, তাতে ওর নিজেরই সিদ্ধান্ত নেওয়া উচিত যে খেলা চালিয়ে যেতে চায় নাকি ফুটবলজীবন এখানে শেষ করে দিতে চায়।'
advertisement
6/6
ফুটবল বিশেষজ্ঞদের মতে মেসি চেয়েছিলেন ফুটবল বিশ্বকাপ জিতে অবসর গ্রহণ করতে। তার স্বপ্নপূরণ হয়ে গিয়েছে। ফলে আর কয়েকটি ম্যাচ খেললেও পরের বিশ্বকাপ পর্যন্ত খেলা চালানোর কোনও সম্ভাবনা নেই মেসির।
বাংলা খবর/ছবি/খেলা/
পরের বিশ্বকাপেও খেলবেন মেসি! স্কালোনির মন্তব্যে আশার আলো
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল