'মেসির গায়ে হাত দিলে দেখে নেব', মেক্সিকান বক্সারকে হুমকি মাইক টাইসনের
- Published by:Sudip Paul
Last Updated:
মেক্সিকো ম্যাচে গোল করে আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু তারপরই মেক্সিকান বক্সারের হুমকির মুখে পড়েন মেসি। এবার মেসির সমর্থনে টাইসন।
advertisement
1/5

মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর সেলিব্রেশনের সময় বিতর্কে জড়িয়েছেন মেসি। মেক্সিকোর জার্সিতে পা অসাবধানতাবশত পা লাগার অভিযোগ আর্জেন্টিনার অধিনায়কের বিরুদ্ধে। তার জেরে হুমকির মুখে পড়েছেন মেসি।
advertisement
2/5
মেসিকে দেখে নেওয়ার হুমকি দেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। ওই বক্সার বলেছিলেন, ‘মেসি ইশ্বরের কাছে প্রার্থনা করুক যেন সে আমার সামনে না পড়ে।’
advertisement
3/5
মেসির হুমকি দেওয়ার পর বেশি সময় লাগেনি। আর্জেন্টাইন তারকার সমর্থনে মাঠে নেমেছেন কিংবদন্তী বক্সার মাইক টাইসন। মেসির জন্য ফের রিংয়ে ফেরার কথাও বলেছেন টাইসন।
advertisement
4/5
মাইক টাইসন বলেন, ‘কানেলো নামের একজন মেসিকে হুমকি দিয়েছে। যদি মেসিকে সে স্পর্শ করার সাহস দেখায় দীর্ঘদিন পর আমাকে রিংয়ে ফিরতেই হবে।’ মাইক টাইসনের কথায় কানেলো আলভারেজের জন্য স্পষ্ট হুমকি ছিল।
advertisement
5/5
২০০৫ সালে ব্রাজিলের দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এবং সাংবাদিকের ক্যামেরা ভেঙে কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল টাইসনকে। আর্জেন্টিনার ফুটবল জার্সি পরে কোর্টে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। এবার মেসির সমর্থনে দাঁড়িয়ে আর্জেন্টিনা সমর্থকদের নয়ণের মণি হয়ে উঠেছেন টাইসন।