মেসির বিশ্বকাপ ফাইনালের পোশাক কিনতে চান, ইতিমধ্যেই দর দিয়েছেন একজন
- Published by:Sudip Paul
Last Updated:
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ৩-৩। রুদ্ধশ্বাস টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্ব জয় করেছে আর্জেন্টিনা। ফাইনালে ট্রফি নেওয়ার সময় যে আলখাল্লা পড়েছিলেন মেসি তা কিনতে চাইলেন একজন।
advertisement
1/6

রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বজয় আর্জেন্টিনার। বিশ্বকাপ ফাইনাল জয়ের পর মেসিকে একটি কালো রঙের আলখাল্লা পড়ানো হয়েছিল। যেটা পড়েই বিশ্বকাপের ট্রফি তুলেছিল ফিফা।
advertisement
2/6
ওই কালো আলখাল্লা পরে মেসি ট্রফি তোলায় বিতর্কে জড়িয়েছে ফিফা। কারণ ফিফার নিয়ম বলছে েদশের জার্সি ছাড়া অন্য কিছু পরে ট্রফি নেওয়া যাবে না। ইনফান্তিনো সামনে থেকেও তা নিয়ে কোনও প্রতিবাদ জানাননি।
advertisement
3/6
তবে বাংলাদেশের সংবাদ সংস্থার তরফে এমনটা দাবি করলেও ফিফার তরফ থেকে এই খবরের এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে এমন জল্পনাতেই খুশি বাংলাদেশের ফুটবল ফ্যানেরা। বিশেষ করে মেসি ও আর্জেন্টিনা সমর্থকরা।
advertisement
4/6
বাংলাদেশের বেশ কিছু জেলায় এই বিশ্ত তৈরির কারখানা রয়েছে। অনেকেই এই ধরনের পোশাক তৈরির সঙ্গে যুক্ত। বাড়ির মহিলারাও এই বিশ্ত তৈরির কাজ করেন। মেসির গায়ে উঠবে বলেই নাকি বাংলাদেশের এই জেলা থেকে বিশ্ত গিয়েছে কাতারে।
advertisement
5/6
মেসিকেওই কালো আলখাল্লা পরিয়ে দেন কাতারের রাজা। এই আলখাল্লা আরব দেশগুলির আভিজাত্যের প্রতীক বলেও মনে করেন অনেকে। মেসিকে সম্মান জানানোর জন্যই রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি তা মেসিকে পরিয়ে দিয়েছিলেন।
advertisement
6/6
ওই আইনজীবী জানিয়েছেন ওই আলখাল্লা নিজের সংগ্রহশালায় সাজিয়ে রাখতে চান। ইতিহাসের সাক্ষী থাকতে ও মানুষকেও তা দেখার সুযোগ করে দিতে চান আহমেদ আল বারওয়ানি। তবে ওই আলখাল্লা মেসির কাছে আছে কিনা, মেসি নিয়ে গিয়েছেন কিনা, না কাতারেই আছে সেই বিষয়ে কিছু জানা যায়নি এখনও।