বিশ্বকাপের সেরা গোলকিপার তিনি, এবার তাকেই বাদ দেওয়া হতে পারে 'দল' থেকে
- Published by:Sudip Paul
Last Updated:
গোটা বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৭টি দুর্দান্ত সেভ করেছেন তিনি। পেনাল্টি বক্সের ভেতর থেকে ফিরিয়েছেন ৩টি শট। ক্লিন শিট ৩টি। সেই গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে বাদ দিতে চলেছে তার দল।
advertisement
1/7

লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণে যাদের বড় ভূমিকা রয়েছে তাদের মধ্যে উপরের সারিতে থাকবেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। কাতারা পুরো বিশ্বকাপে দুরন্ত গোলকিপিং করেছেন তিনি।
advertisement
2/7
নেদারল্যান্ডস ম্যাচ হোক আর ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল, এমি মার্টিনেজের দুরন্ত সেভে ভর করেই জয়ের হাসি হেসেছে আর্জেন্টিনা। ফাইনালে শুধু টাই ব্রেকার রোখা নয়, অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে যে সেভ এমি করেছেন সেখানেই আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছিলেন এই গোলকিপার।
advertisement
3/7
এমি মার্টিনেজের গোলকিপিং বিশ্বজুড়ে প্রশংসিক হলেও তার আচরণে বিতর্কে জড়িয়েছেন বারবার। ডাচ কোচ ভ্যান গালকে কুৎসিত ভাষায় আক্রমণ থেকে ফাইনালে সোনার গ্লাভস নেওয়ার সময় বাজে অঙ্গভঙ্গি, এমনকী সেলিব্রেশনের সময় পুতুলে এমবাপের মাস্ক পরানো, সবকিথু নিয়েই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমি।
advertisement
4/7
এই বিতর্কের জন্য সাময়ীক বিপাকেও পড়তে চলেছেন এমি। শোনা যাচ্ছে তার এহেন আচরণের জন্য তার ক্লাব অ্যাস্টন ভিলা আর তাকে রাখতে চাইছে না। ইউরোপের ফুটবলে ট্রান্সফার সংক্রান্ত খবরের সবচেয়ে বড় সংস্থা ‘ফিকাজেস’-এর দাবি অনুযায়ী অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি আর্জেন্টাইন গোলরক্ষককে তাড়ানোর সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন।
advertisement
5/7
কয়েক দিন পরেই ট্রান্সফার উইন্ডো শুরু হবে। সেখানেই মার্তিনেসকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মার্তিনেসের মেজাজ এবং আচার-আচরণ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন এমেরি। তাই তাকে বাইরের দরজা দেখানো হবে। পরিবর্তে ক্রোট গোলকিপার লিভাকোভিচ বা মরক্কোর বুনুকে নিতে চাইছে ইপিএল ক্লাবটি।
advertisement
6/7
অ্যাস্টন ভিলা কোচ প্রথমে জানিয়েছিলেন মার্টিনেজের সঙ্গে কথা বলে তাকে শোধরানোর চেষ্টা করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে মার্টিনেজকে দলে রাখার কোনও ইচ্ছেই নেই উনাই এমেরি। ফলে অ্যাস্টন ভিলার সঙ্গে মার্টিনেজের বিচ্ছেদ একপ্রকার পাকা।
advertisement
7/7
তবে বিশ্বকাপের সেরা গোলকিপারকে দলে নিতে আগ্রহী একাধিক ক্লাব। তালিকায় রয়েছে বায়ার্ন মিউনিখের নাম। গোটা বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৭টি দুর্দান্ত সেভ করেছেন তিনি। পেনাল্টি বক্সের ভেতর থেকে ফিরিয়েছেন ৩টি শট। ক্লিন শিট ৩টি। তাই ছন্দ দেখানো মার্টিনেজের ওপর ক্লাবগুলোর দৃষ্টি পড়া অনুমেয়ই।