TRENDING:

কেন রোনাল্ডোকে রাখা হয়নি প্রথম একাদশে, এবার কোচের বিরুদ্ধে বোমা ফাটালেন জর্জিনা

Last Updated:
সুইৎজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌছেছে পর্তুগাল। কিন্তু দলে প্রথম একাদশে ক্রিশ্চিয়ানো রোনালডোর না থাকার সমালোচনা করলেন জর্জিনা রড্রিগেজ।
advertisement
1/6
কেন রোনাল্ডোকে রাখা হয়নি প্রথম একাদশে, এবার কোচের বিরুদ্ধে বোমা ফাটালেন জর্জিনা
সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া প্রথম একাদশ দেখে গোটা বিশ্বের মতই অবাক হয়েছিলেন স্টেডিয়ামে থাকা তার বান্ধবী জর্জিনা রড্রিগেজ। যদিও পর্তুগাল কোচের এই সিদ্ধান্তে দলের জয়ের কোনও বাধা আসেনি। ৬-১ গোলে জিতে শেষ আটে পৌছেছে পর্তুগাল।
advertisement
2/6
কিন্তু পর্তুগাল জিতলেও পর্তুগাল কোচ ফার্নান্ডো স্যান্টোসের রোনাল্ডো ছাড়া দল গঠনের সিদ্ধান্তকে এক হাত নিলেন জর্জিনা। ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন রোনাল্ডোর বান্ধবী।
advertisement
3/6
জর্জিনা নিজের ছবি দিয়ে লেখেন,'পর্তুগালকে অভিনন্দন। কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় একজনকেই খুঁজছিল সকলে। সেটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।'
advertisement
4/6
এছাড়াও জর্জিনা লেখেন,'এটা লজ্জার যে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা পুরো ৯০ মিনিট দেখতে পেল না কেউ। ভক্তরা তোমার জন্য চিৎকার করছিল। তাঁরা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফের্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব।'
advertisement
5/6
রোনাল্ডোর বোন এলমা আভেইরো পর্তুগীজ কোচের সিদ্ধান্ত সমালোচনা করে বলেছেন, ও দিনের পর দিন পর্তুগালের জন্য লড়েছে। সেই মানুষটার সঙ্গে এমন অবিচার আসলে লজ্জার। ওর বয়স হয়েছে। এটা স্বাভাবিক। ও এখন গোল পাচ্ছে না। তার জন্য ওর সব অবদান ভুলে যেতে হবে! রোনাল্ডোকে আর দরকার নেই। কোচ ওর সব অবদান এত সহজে ভুলে গেলেন! এটা অবিচার হল রোনাল্ডোর সঙ্গে।
advertisement
6/6
তবে রোনাল্ডো ও ফার্নান্ডো স্যান্টোস বিশ্বকাপে দলের কথা ভেবে বিতর্কে জল ঢালার চেষ্টা করেছেন। পর্তুগীজ কোচ বলেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়া পর্তুগাল হয় না। আর রোনাল্ডো বলেছেন, পর্তুগালের জন্য একটা দারুণ দিন। বিশ্ব ফুটবলের সব থেকে বড় প্রতিযোগিতায় ঐতিহাসিক ফল। প্রতিভা এবং তারুণ্যের মিশেল দেখা গিয়েছে। যে দল নির্বাচন করা হয়েছিল, সেটাকে প্রশংসা করতেই হবে। স্বপ্নের দৌড় চলছে। শেষ পর্যন্ত চলবে।
বাংলা খবর/ছবি/খেলা/
কেন রোনাল্ডোকে রাখা হয়নি প্রথম একাদশে, এবার কোচের বিরুদ্ধে বোমা ফাটালেন জর্জিনা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল