এবার মেসি বনাম এমবাপের 'মহাযুদ্ধ', ফাইনাল নিয়ে কী বললেন আর্জেন্টিনা অধিনায়ক
- Published by:Sudip Paul
Last Updated:
কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ১৮ তারিখ মেসি বনাম এমবাপের মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। তার আগে ফাইনাল নিয়ে বড় মন্তব্য করলেন মেসি।
advertisement
1/8

সেমি ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে পৌছেছে আর্জেন্টিনা। ক্রোটদের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ে গোল নিজে করেছেন, একইসঙ্গে স্বপ্নের পাসে গোল করিয়েছেন আলভারেজকে দিয়ে।
advertisement
2/8
অপরদিকে দ্বিতীয় সেমি ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে থেমেছে মরক্কোর স্বপ্নের দৌড়। ২-০ গোেল জিতে ফাইনালে ফরাসী ব্রিগেড। এবার ১৮ তারিখ মেসি বনাম এমবাপের দ্বৈরথ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।
advertisement
3/8
মেসির সেদিন বলা ‘que mira bobo’কথাগুলো এখন টি-শার্টে প্রিন্ট হয়ে বিক্রি হচ্ছে। আর সেই টি শার্টের বিক্রিও বেশ ভাল।
advertisement
4/8
তাই টানা ৫টি ম্যাচ যা ফাইনালের সমান বলে বোঝাতে চেয়েছেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন,'আমরা পাঁচটা ফাইনাল জিতে গিয়েছি। আশা করছি রবিবার আর একটা ফাইনাল জিতব।'
advertisement
5/8
তবে কোনও জরিমানা হলেও মেসিকে সেমি ফাইনাল থেকে যে ব্যান করা হবে না সেই বিষয়ে আশাবাদী আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট থেকে বিশ্ব জড়ে সমর্থকরা।
advertisement
6/8
কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার সাফল্যের জন্য যাবতীয় কৃতিত্ব ৮৬-র বিশ্বজয়ের প্রয়াত কিংবদন্তকীকেই দিয়েছেন মেসি। মারাদোনার আশীর্বাদেই সব হয়েছে বলে জানিয়েছেন লিওনেল মেসি।
advertisement
7/8
দলের প্লেয়ার থেকে শুরু করে কোচ, সাপোর্টিং স্টাফ, ফাইনালের আগে সকলের প্রশংসা করেছেন মেসি। এই দলে সবার জন্য সবাই বলে জানিয়েছেন তিনি। আর সমর্থকদের স্বপ্নপূরণ করার জন্যই তারা সকলে ফাইনালে সেরাটা উজার করে দেবেন বলে জানিয়েছেন মেসি।
advertisement
8/8
আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মেগা ফাইনালের আগে মেসির মুখে আত্মবিশ্বাস দেখে খুশি বিশ্ব জুড়ে আর্জেন্টিনা সমর্থকরা। ১৮ তারিখ মেসির হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় সকলেই। স্বপ্নপূরণ করতে বদ্ধপরিকর মেসিও।