প্রকাশ্যে ঠোটে-ঠোট থেকে মদ্যপান, কাতারের নিয়মকে 'নকআউট' করল ইংল্যান্ড
- Published by:Sudip Paul
Last Updated:
কাতার বিশ্বকাপে দুরন্ত ফর্ম অব্যাহত ইংল্যান্ডের। শেষ ষোলোর খেলায় সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে গেছে গ্যারেথ সাউথগেটের ছেলেরা। ম্যাচের স্টেডিয়ামেই বান্ধবী-স্ত্রীদের সঙ্গে উৎসবে মাতলেন হ্যারি কেনরা।
advertisement
1/8

সেনেগালকে ৩-০ গোলে হারানোর পর উৎসবে মাতে ইংল্যান্ড দল। ম্যাচে এবার বিশ্বকাপে প্রথম গোল করারর পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচ হন অধিনায়ক হ্যারি কেন। তাকে ম্যাচ শেষ স্ত্রীকে ঠোট ঠাসা চুমুতে ভরিয়ে দেন কেন।
advertisement
2/8
ইংল্যান্ড দলের তারকা গোলকিপারও স্টেডিয়ামে গিয়ে বান্ধবীকে প্রকাশ্যে স্মুচ করেন।
advertisement
3/8
একই কাজ করতে দেখা যায় ইংল্যান্ডের অপর তারকা ফুটবলার লুক শ-কেও। তিনিও সঙ্গীকে লিপ কিস করেন।
advertisement
4/8
মাঠে ঘনিষ্ঠ অবস্থায় বান্ধবীকে আলিঙ্গন করার ক্যালভিন ফিলিপসের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
advertisement
5/8
ভালোবাসায় ভরা ইংল্যান্ডের গ্যালারি। বাদ গেলেন না কনর গ্যালাঘেরও। তিনিও লিপ কিস করেন তার বান্ধবীকে।
advertisement
6/8
সবথেকে অন্তরঙ্গভাবে দেখা যায় অ্যারন রামসডালে ও তার বান্ধবীকে। যা েদখে অবাক অন্যান্য দর্শকরা।
advertisement
7/8
জ্যাক গ্রিলিশও জয়ের পর তার বান্ধবীকে আলিঙ্গন করেন। তাদের দুজনের মধ্যেই জয়ের তৃপ্তি দেখা যায়।
advertisement
8/8
স্টেডিয়ামে মদ্যপান কাতারের স্টেডিয়ামে নিষিদ্ধ। কিন্তু গ্য়ালারিতে বসেই বিয়ারের গ্লাসে চুমুক ওয়াকারের স্ত্রী অ্যানিকে।