TRENDING:

'পাঠান' সিনেমার গান-পোষাক নিয়ে তুমুল বিতর্ক, সব এড়িয়ে বিশ্বকাপে দীপিকা

Last Updated:
১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের মেগা ফাইনাল। মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফাইনালে বিশেষ দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পাঠান সিনেমার গান নিয়ে বিতর্কের মাঝেই কাতার পারি দীপিকার।
advertisement
1/5
'পাঠান' সিনেমার গান-পোষাক নিয়ে তুমুল বিতর্ক, সব এড়িয়ে বিশ্বকাপে দীপিকা
'পাঠান' সিনেমার গান 'বেশরম রং' রং প্রকাশের পর সমালোচনার মুখে দীপিকা পাড়ুকোন। ভিডিওতে দীপিকা কখনও বিকিনি স্যুট পরে, কখনও বা মনোকিনি পোশাকে। নকল থেকে অশ্লীল নানা সমালোচনার শিকার হতে হচ্ছে বলি অভিনেত্রীকে।
advertisement
2/5
শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা ‘অশ্লীল’! এমনটাই দাবি করে এই সিনেমা বয়কটের ডাক দিয়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। নরোত্তমের দাবি, ভারতের ‘সনাতন সংস্কৃতি’কে অবমাননা করছে ‘পাঠান’। ভারতে এই সিনেমা ব্যান করারও দাবিও জানিয়েছেন তিনি।
advertisement
3/5
এই বিতর্কের মধ্যেই বিশ্বকাপের অনুষ্ঠানে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। যেই ঘোষণা আগেই করা হয়েছিল। সেখানে অনন্য সম্মান পেতে চলেছেন বলিউড অভিনেত্রী। তাও আবার ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে।
advertisement
4/5
১৮ নভেম্বর ফাইনালে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে ১৮ নভেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা। যেই খবর গর্বিত করছে গোটা দেশকে।
advertisement
5/5
এর আগে আন্তর্জাকি মঞ্চে দেশের নাম একাধিকবার উজ্জ্বল করেছেন দীপিকা পাড়ুকোন। এবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে এমন সুযোগ পেয়ে গর্বিত বলি অভিনেত্রী। ট্রফি উন্মোচন ছাড়াও দীপিকা পাড়ুকোন আর অন্য কোনও পারফরম্যান্স করবেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি।
বাংলা খবর/ছবি/খেলা/
'পাঠান' সিনেমার গান-পোষাক নিয়ে তুমুল বিতর্ক, সব এড়িয়ে বিশ্বকাপে দীপিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল