এমন কোন ট্রফি যা রোনাল্ডো-রোনাল্ডিনহো-লেওনডস্কি জিতেছে, কিন্তু লিওনেল মেসির নেই
- Published by:Sudip Paul
Last Updated:
কাতার বিশ্বকাপ জয়েরপর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সেলিব্রেশন এখনও শেষ হয়নি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। মেসির জীবনের সব প্রাপ্তি হয়ে গিয়েছে বলে মত সকলের। কিন্তু এখনও একটি ট্রফি রয়েছে যা অধরা।
advertisement
1/6

কাতারে বিশ্বকাপে জিতে জীবনের সব থেকে বড় স্বপ্নটা পূরণ করেছেন লিওনেল মেসি। রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে হারিয়ে মেসির হাত ধরেই ৩৬ বছর পর আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।
advertisement
2/6
১০টা লা লিগা, ৭টা কোপা দেল রে, ৭টা স্প্যানিশ সুপার কাপ, ৪টা চ্যাম্পিয়ন্স লিগ, ৩টা উয়েফা সুপার কাপ, ৩টা ক্লাব ওয়ার্ল্ড কাপ, রেকর্ড ৭টা ব্যালন ডি' অর, রেকর্ড ৬টা ইউরোপিয়ান গোল্ডেন বুট, ১ ক্যালেন্ডার ইয়ারে ৯১ গোল, ২টি বিশ্বকাপে সেরা প্লেয়ার (গোল্ডেন বল উইনার), ১টা অলিম্পিক, ১টা কোপা আমেরিকা, ১টা ফিনালিসিমা , ১টা বিশ্বকাপ। মেসির ট্রফির ভাঁড়ার পূর্ণ বলা যেতেই পারে।
advertisement
3/6
কিন্তু ফুটবলে এমন একটি ব্যক্তিগত ট্রফি রয়েছে যেতা জেতা বাকি রয়েছে লিওনেল মেসির। যেই শিরোপা কিনা, রোনাল্ডো নাজারিও, রোনাল্ডিনহো থেকে আন্দ্রেজ ইনিয়েস্তা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রবার্ট লেওনডস্কি সহ অনেকেই সেই অ্যাওয়ার্ড পেয়েছেন। আর সেই সম্মান হল গোল্ডেন ফুট।
advertisement
4/6
এই পুরস্কার পাওয়ার জন্য ফুটবলারের বয়স অন্তত ২৮ বছর হতে হয়। প্রতি বছর সাংবাদিকরা ভোট দিয়ে বেছে নেন এই পুরস্কারের বিজেতা। এই বছর সেই অ্যাওয়ার্ড পেয়েছেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেওনডস্কি। এই মরসুমে বার্সার হয়ে খেলে ১৮টি গোল করে ফেলেছেন লেওনডস্কি।
advertisement
5/6
২০২০ সালে এই গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসির প্রতীদ্বন্দ্বী থেকে সতীর্থ অনেকেই এই অ্যাওয়ার্ড পেলেও মেসি এখনও গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড পাওয়ার সৌভাগ্য হয়নি।
advertisement
6/6
ব্রাজিল চেয়েছে মেসির পায়ের ছাপ। মারাকানার হল অফ ফ্রেমে রাখার জন্য। তবে মেসির যা পারফরম্যান্স ও প্রাপ্তি তাতে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন পরের বছর গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড পাওয়ার অন্যতম দাবিদার মেসি।