মরক্কোর বিরুদ্ধে হারের পর দেশে ফেরেনি রোনাল্ডো সহ ১০, কোথায় পর্তুগাল প্লেয়াররা
- Published by:Sudip Paul
Last Updated:
কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কিন্তু বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফেরেনি রোন্ডো সহ ১০ ফুটবলার। কারণ নিয়ে জল্পনা।
advertisement
1/5

মরক্কোর কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে পর্তুগালের। আফ্রিকার দেশটির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হারতে হয়েছিল পর্তুগীজদের।
advertisement
2/5
ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নামিয়েছিলেন পর্তুগাল কোচ। কিন্তু গোল শোধ হয়নি। চেষ্টা করেও না পেরে চোখের জলে মাঠ ছেড়েছিলেন বিশ্ব ফুটবলের মহাতারকা।
advertisement
3/5
তবে হারের পর দেশে ফেরেনি পর্তুগাল দলের একাধিক প্লেয়ার। তারমধ্যে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। মোট ১০ জন পর্তুগাল ফুটবলার কাতারেই থেকে গিয়েছে পর্তুগাল দলের।
advertisement
4/5
রোনাল্ডো, বের্নার্ডো সিলভা, ব্রুনো ফের্নান্দেস, দিয়োগো দালত, রুবেন নেভেস, রুই প্যাট্রিসিয়ো, রাফায়েল গুয়েরেরো, রাফায়েল লিয়াও, জোয়াও কানসেলো ও মাহেউস নুনেস। এই প্লেয়াররা এখনই দেশে ফিরছে না বলে জানিয়েছে পর্তুগালের ফুটব সংস্থা।
advertisement
5/5
অন্য ১৪ জন প্লেয়ার দেশে ফিরলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ ১০ জন কেন দেশে ফিরছেন না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সমস্যা না অন্য কোনও কারণ, সেই বিষয়ে অবশ্য কিছু জানায়নি পর্তুগাল ফুটবল ফেডারেশন।