যৌনকর্মীদের প্রতি আসক্তি, রাখতে পারলেন না এমন বউ, ২৪ দিনেই বিয়ে ভাঙল ব্রাজিল তারকার
- Published by:Sudip Paul
Last Updated:
বিশ্বকাপের আগে বিয়ে করেছিলেন ব্রাজিল তারকা। নিজের দীর্ঘদিনের বান্ধবী মিকেলা মেসকুইতাকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু এক মাসও বিয়ে টিকল না ব্রাজিল তারকার।
advertisement
1/8

বিশ্বকাপ শুরুর ঠিক আগে বিয়ে করেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার। কিন্তু একমাসও টিকল না সেই বিয়ে। কারণ যৌনকর্মীদের প্রতি আসক্ত ছাড়তে পারেননি তিনি।
advertisement
2/8
কথা হচ্ছে ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার আদ্রিয়ানোর। ৪০ বছরের প্রাক্তন ফুটবলার বিয়ে করেছিলেন ২৫ বছরের সুন্দরী হেয়ারড্রেসার মিকেলা মেসকুইতাকে।
advertisement
3/8
বাবার মৃত্যুর পর হতাশায় ডুবে যান আদ্রিয়ানো। দূরত্ব বাড়ে ফুটবল থাকে। ফুটবলের পরিবর্তে নেশা ও নারীকে বেছে নিয়েছিলেন আদ্রিয়ানো। সম্পর্কে জড়িয়েছিলেন ১৮ জন কল গার্লের সঙ্গে।
advertisement
4/8
ইন্টার মিলানে খেলার সময় থেকেই মাইকেলার সঙ্গে বন্ধুত্ব আদ্রিয়ানোর। সেখান থেকে প্রেম এবং শেষে কয়েক মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
advertisement
5/8
মাইকেলা ভেবেছিলেন বিয়ের পর রঙিন রাত কাটানো স্বভাবের পরিবর্তন হবে আদ্রিয়ানোর। প্রেমিকাতে তেমনই কথা দিয়েছিলেন প্রাক্তন ব্রাজিল তারকা।
advertisement
6/8
বিয়ের কয়েক দিন পরে ৪০ বছরের প্রাক্তন ফুটবলার বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন দক্ষিণ ব্রাজিলের পেনহায়। একটি ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে দু’দিনের জন্য যান তিনি। সেখানেই ফের একাধিক যৌনকর্মীর সঙ্গে উদ্দাম সঙ্গমে লিপ্ত হন আদ্রিয়ানো।
advertisement
7/8
সেই খবর স্ত্রীর কানে পৌছতেই বেজায় চটে যান মাইকেলা। তারপরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। ফলে বিয়ের অনুষ্ঠান হওয়ার আগেই সম্পর্ক ভেঙে গেল আদ্রিয়ানোর।
advertisement
8/8
খারাপ সময়ে আদ্রিয়ানোর পাশে দাঁড়িয়েছিলেন মিকেলা মেসকুইতাকে। মিকেলাই রেজিস্ট্রির কাগজ সহকারে তাঁর ও আদ্রিয়ানোর বিয়ের খবর নেট দুনিয়ায় জানিয়েছিলেন। কিন্তু আদ্রিয়ানোর আচরনে হতাশ তিনি।