TRENDING:

কাতারে ভরা স্টেডিয়ামে বান্ধবীকে ঠোঁট ঠাসা চুম্বন, কঠিন শাস্তি হতে পারে কুর্তোয়ার

Last Updated:
বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বেলজিয়াম। তবে রবের্তো মার্টিনেজের দলকে যথেষ্ট বেগ দিল কানাডা। তবে মাঠে বন্ধবীকে চুমুকে খেয়ে বিতর্কে জড়ালেন কুর্তোয়া।
advertisement
1/5
কাতারে ভরা স্টেডিয়ামে বান্ধবীকে ঠোঁট ঠাসা চুম্বন, কঠিন শাস্তি হতে পারে কুর্তোয়ার
কাতার বিশ্বকাপের নিয়মের কড়াকড়ি। প্রকাশ্যে বিয়ার খাওয়া, মহিলাদের খোলামেলা পোষাক পরা থেকে বান্ধবীকে জড়িয়ে দেওয়া ও চুমু খাওয়া সবকিছুতই রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু সেই ভুলই করে ফেললেন বেলজিয়ামের গোল রক্ষক কুর্তোয়া।
advertisement
2/5
কানাডাক বিরুদ্ধে ম্যাচের প্রথম ১০ মিনিটে পেনাল্টি আদায় করে নিতে সক্ষম হয়েছিল কানাডা। যদিও গোল করতে পারেনি কানাডা। বায়ার্ন মিউনিখে খেলা কানাডার ফুটবলার আলফান্সো ডেভিসের স্পট কিক বাঁচিয়ে দেন বেলজিয়ান ওয়াল থিবো কুর্তোয়া।
advertisement
3/5
প্রথমার্ধের ৪৪ মিনিটে গোলের মুখ খোলে বেলিজিয়াম। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন বাতসুয়াই। ম্যাচ জয়ের পর উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনেই বান্ধবীকে লিপ কিস করেন কুর্তোয়া।
advertisement
4/5
প্রকাশ্যে বান্ধবীকে জড়িয়ে ধরা বা চুম্বন করা কাতারের আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচ্য হয়। এমন কাজ যারা করেন তাদের কঠোর শাস্তি দেওয়া হয়। কিন্তু কুর্তোয়ার কাণ্ড দেখে সকলেই অবাক হয়েছেন।
advertisement
5/5
এই ঘটনার পর স্বভাবতই বিতর্কে তৈরি হয়েছে। ইউরোপে এমন ঘটনা স্বাভাবিক। কিন্তু কাতারে এই ঘটনার পর কুর্তোয়া ও তার বান্ধবীর কোনও শাস্তি হয় কিনা সেটাই দেখার। এমনটা হলে বিপাকে পড়বে বেলজিয়াম।
বাংলা খবর/ছবি/খেলা/
কাতারে ভরা স্টেডিয়ামে বান্ধবীকে ঠোঁট ঠাসা চুম্বন, কঠিন শাস্তি হতে পারে কুর্তোয়ার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল