ডাচদের বিরুদ্ধে কী আর্জেন্টিনার 'স্পেশাল প্ল্যান', 'ফাঁস' করলেন মেসির সতীর্থ
- Published by:Sudip Paul
Last Updated:
শুক্রবার মধ্যরাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। মেগা ম্যাচের ঘিরে বিশ্ব জুড়ে চড়ছে পারদ। বিশ্বকাপে বরাবর ডাচরা মেসিদের শক্ত গাঁট। জয় পেতে মরিয়া মেসিরা।
advertisement
1/6

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী নেদারল্যান্ডস। বিশষ করে ডাচদের অভিজ্ঞ কোচ লুই ভ্যান গালের অভিজ্ঞতা, ম্যাচ রিডিং ও রণনীতি বড় শক্তি। ফলে ভ্যান গালের সব রকম স্ট্র্যাটেজি ভাঙার জন্য প্রস্তুতি নিয়েছে লিওনেল স্কালোনির দল।
advertisement
2/6
নেদারল্যান্ডস বিশ্বকাপে সবসময় শক্ত গাঁট আর্জেন্টিনার কাছে। ডামফ্রিস, ডিপায়দের বিরুদ্ধে নামার আগে ক্লোজ ডোর অনুশীলনে নানা রকম পন্থা অবলম্বন করেছে নীল-সাদা ব্রিগেড। কিন্তু মেগা ম্যাচের আগে আর্জেন্টিনার রণনীতি অনেকটাই ফাঁস করে দিলেন মেসির দলের সতীর্থ।
advertisement
3/6
আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভরসা ম্যাক অ্যালিস্টার জানিয়েছেন, ঘর সামলে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করছে আর্জেন্টিনা শিবির। গোল না খাওয়াই প্রথম লক্ষ্য মেসিদের। পাশাপাশি প্রতি আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে চান তাঁরা।
advertisement
4/6
নেদারল্যান্ডস দলে বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে যারা ব্যক্তিগত পারফরম্যান্সেই ম্যােচর রং পাল্টে দিতে পারে। সেই সকল প্লেয়ারদের নিয়ে আলাদা করে পরিকল্পনা করেছে দল সেই কথাও জানিয়েছেন ম্যাক আলিস্টার। ম্যাচের আগে নিজেদের দলের রণনীতির ইঙ্গিত দেওয়া স্কালোনির মাঠের বাইরের মাইন্ড গেম বলেও মনে করছেন অনেকে।
advertisement
5/6
পাশাপাশি নিজেদের যে শক্তিশালী দিকগুলি রয়েছে তারা সেগুলি নিয়েও কাজ করেছেন। যে দিকগুলিতে অল্প খামতি রয়েছে সেগুলি অনুশীলনে শুধরে নিয়েছে বলে জানিয়েছেন অ্যালিস্টার। নিজেদের শক্তির উপর ভরসা রেখেই নেদারল্যান্ডসকে তারা হারাতে পারবেন বলে মনে করে মেসির সতীর্থ।
advertisement
6/6
ডাচদের বিরুদ্ধে নামার আগে যে গোটা দল আত্মবিশ্বাসী সেই কথাও জানিয়েছেন অ্যালিস্টার। শুধু সেমি ফাইনালে ওঠাই নয়, এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জেতারও ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন ম্যাক আলিস্টার।