লাফিয়ে বাড়ছে ভাইরাসে আক্রান্তের সংখ্যা, ফাইনালের আগে ফ্রান্স দল মিনি হাসপাতাল
- Published by:Sudip Paul
Last Updated:
কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ১৮ তারিখ মেসি বনাম এমবাপের মহারণ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। কিন্তু ফাইনালের আগে ফ্রান্স কোচের চিন্তা বাড়িয়েছে দলে ভাইরাসের হানা।
advertisement
1/6

বিশ্বকাপ ফাইনালের আগে একদিকে যেমন আর্জেন্টিনা শিবিরে মেসির চোটের খবর নিয়ে নান জল্পনা ছড়িয়ে পড়েছে। ঠিক তেমনই অপরদিকে ফ্রান্স শিবিরের একাধিক প্লেয়ার অসু্স্থ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিবির যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে।
advertisement
2/6
অসুস্থতার কারণে সেমি ফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে পারেননি উপামেকানো ও জাভিয়ের। তবে ফ্রান্স শিবিরে অসুস্থতার সংখ্যা আরও বেড়েছে বলে খবর। ইব্রাহিম কোনাটে, রাফায়েল ভারান, কিংসলে কোমানও নাকি অসুস্থ ফাইনালের আগে।
advertisement
3/6
জানা গিয়েছে ফ্রান্স দলের ফুটবলাররা কোল্ড অ্যান্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত। ফ্রান্সের প্লেয়ারদের অসুস্থতার জন্য নাকি ইংল্যান্ড দলকে দায়ি করা হচ্ছে। কারণ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ফুটবলারদের জ্বর-সর্দি-কাশির সমস্যা ছিল। সেখান থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
advertisement
4/6
প্রথমে সেমি ফাইনালের আগে ২ জন ফ্রান্স প্লেয়ার এই ভাইরাসের শিকার হয়েছিল। কিন্তু ফাইনালের আগে সেই সংখ্যাটা ৫ থেকে ছয়। যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা তাতে চিন্তার ভাঁজ ফরাসী কোচ দিদিয়ের দেশঁ-র কপালে।
advertisement
5/6
এছাড়া দেশঁ বলেছেন,'উপামেকানোর পরিস্থিতি তিন দিন বেশ খারাপ ছিল। কিংগসলে কোমানও অসুস্থ। আশা করছি আমরা ফাইনালে পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারব। সাবধানতা হিসাবেই অসুস্থ ফুটবলারদের আলাদা রাখা হয়েছে।'
advertisement
6/6
দলের একাধিক প্লেয়ারের অসুস্থতার বিষয়ে ফরাসী কোচ দিদিয়ের দেশঁ বলেছেন,'এই মরসুমে ফ্লু হয়। সেটাই হচ্ছে অনেকের। আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করছি। ফুটবলারদের অনেকের সমস্যা হচ্ছে। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে গিয়েছে।'