প্যারিসে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন মেসি, অশান্তির আশঙ্কায় পিএসজি কর্তৃপক্ষ
- Published by:Sudip Paul
Last Updated:
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ৩-৩। রুদ্ধশ্বাস টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্ব জয় করেছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা কিন্তু দুই দেশের মধ্যে এখনও কমেনি।
advertisement
1/8

ইচ্ছে হলে তিনি স্পেনের হয়ে খেলতে পারতেন। লিওনেল মেসির আরও আগেই হয়তো বিশ্বকাপ জেতা হয়ে যেত। তবে মেসি শুধু শিরোপার পেছনে ছোটেননি। তাঁর কাছে নিজের দেশ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতাটাই ছিল স্বপ্ন।
advertisement
2/8
এটাই তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ ছিল সেই কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মেসি। বিশ্বকাপ জিততে যে তিনি কতটা মরিয়া সেই কথাও সকলের জানা ছিল। এই ট্যাটু তারই একটি প্রমাণ।
advertisement
3/8
বিশ্বকাপ জয়ের রাতে আর্জেন্টিনার ড্রেসিং রুমে সেলিব্রেশনে মেতে ওঠেন লা-আলবিসেলেস্তেরা। সেখানেই সতীর্থদের কাঁধে হাত নিয়ে নাচ করতে করতে এমিলিয়ানোকে বলতে শোনা যায়, ‘এক মিনিট নীরবতা এমবাপের জন্য, যিনি আর ‘আমাদের’ মধ্যে নেই।’
advertisement
4/8
এরপর আর্জেন্টিনায় ফিরে হুড খোলা বাসে ঘোরার সময় খালি গায়ে, বাচ্চাকে কোলে নেওয়ার মতো করে একটি পুতুল ধরেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। মার্টিনেজের আচরণ নিয়ে আর্জেন্টিনার ফুটবল সংস্থাকে চিঠি লিখেছে ফরাসী ফুটবল সংস্থা।
advertisement
5/8
মেসিকে জঘন্যভাবে অপমান করা হল প্যারিসের পানশালায়
advertisement
6/8
অন্যদিকে বিশ্বকাপ ফাইনাল বাতিলের দাবিতে ফ্রান্সের তরফ থেকে ২ লক্ষ সই সংগ্রহ করে তা ফিফার কাছে পাঠানো হচ্ছে। বিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলানোর দাবি জানাচ্ছেন তারা। দুই পক্ষের তরফ থেকে গোল বাতিলেরও দাবি উঠেছে। ফলে উত্তেজনা কিন্তু এখনও চরমে।
advertisement
7/8
advertisement
8/8
১১ বছর আগে নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই ম্যাচে খেলেছিলেন মেসি। আরও একবার মেসিকে বাংলাদেশে নিয়ে যাওয়ার তোরজোড় শুরু হয়েছে।