ARG vs BRA: ১৯৯০-র পর বিশ্বকাপে কখনই হয়নি! আজ রাতই ঠিক করে দেবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ভাগ্য
- Published by:Debalina Datta
Last Updated:
Brazil vs Argentina: স্বপ্নের সেমিফাইনালের অপেক্ষায় প্রহর গুনছে সারা পৃথিবীর ফ্যানরা...
advertisement
1/6

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল যে ফর্মে রয়েছে তাতে সেমিফাইনালের টিকিট তারা পাচ্ছেই এমনটাই বলছে ওয়াকিবহাল মহল৷ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া এই ম্যাচ হচ্ছে কোয়ার্টার ফাইনাল৷ ২০১৮ বিশ্বকাপের রানার্স দলের বিরুদ্ধে নেইমার অ্যান্ড কোং আজকে কেমন লড়াই করবে সেই প্রতীক্ষায় প্রহর গুনছে ফ্যানরা৷ Photo- AP
advertisement
2/6
অন্যদিকে ভারতীয় সময় গভীর রাতে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা৷ তাঁরা নেদারল্যান্ডসের বাধা টপকে শেষ চারের টিকিট পেতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামছে৷ আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল বিশ্বকাপের দুই জায়ান্ট ১৯৯০ -র পর আর কখনও বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়নি৷ তাই আজকের রাত সব পক্ষের জন্যেই অপেক্ষার৷ বিশেষত যাঁরা এই দুই লাতিন আমেরিকার জায়ন্ট দলদুটির ফ্যান৷
advertisement
3/6
নেইমার চোট সারিয়ে ফিরে যোগ দিয়েছেন কোয়ার্টারের আগেই তাঁর হুঙ্কার ‘‘ আমি সব কিছু করব যা আমার দেশের জয়ের জন্য আমায় করতে হবে৷ সেটাই আমাদের মিশন, সেটাই আমাদের স্বপ্ন৷ ’’ তিনি আরও বলেছেন আমরা খুব কাছাকাছি আছি, আরও একধাপ এগোতে হবে৷’’
advertisement
4/6
নেইমারের কথাতেও রয়েছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা -র ইঙ্গিত৷ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে তিনি বলেছেন, ‘‘আমরা জানি আমাদের সামনে শ্রেষ্ঠ ম্যাচ রয়েছে৷ ব্রাজিল সব সময়েই ফেভারিট, আমাদের খালি আমাদের মতো হতে হবে৷’’
advertisement
5/6
সাতবারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসি আশা করছেন হয়ত কেরিয়ারের শেষ বিশ্বকাপে তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন অবশেষে সত্যি হবে৷ আট বছর আগে ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল এম এল টেনের৷ কোপা আমেরিকা জয়ী নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের গাঁঠ পেরোতে বদ্ধপরিকর৷
advertisement
6/6
সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হার ছাড়া এবারের বিশ্বকাপে এখনও নিজেদের পা আর ফস্কাতে দেয়নি আর্জেন্টিনা৷ ফলে এর আগে বিশ্বকাপে পাঁচবার আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হলেও কখনই ম্যাচের রেজাল্ট ৯০ মিনিটে হয়নি৷