TRENDING:

Qatar World Cup 2022: ফাইনালের টিকিট নিয়ে পাগলের মতো চাহিদা, চাই ৩০ লক্ষ টিকিট

Last Updated:
৮০ হাজার লোকের ক্ষমতা সম্পন্ন লুসেল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও মেক্সিকোর বিশ্বকাপের (Fifa World Cup 2022) মধ্যে হওয়া ম্যাচের জন্য ২৫ লক্ষ টিকিটের চাহিদা ইতিমধ্যেই জানানো হয়েছে৷
advertisement
1/4
ফাইনালের টিকিট নিয়ে পাগলের মতো চাহিদা, চাই ৩০ লক্ষ টিকিট
#লুসানে: সারা পৃথিবীর ফুটবল পরিচালনা করার সর্বোচ্চ সংস্থা ফিফা (Fifa) কাতার ফুটবল বিশ্বকাপের জন্য ৩০ লক্ষ টিকিটের আবেদন পেয়েছে৷ গ্রুপ রাউন্ডে বড় দলগুলির মধ্যে যে লড়াই হবে তার চাহিদাও প্রবল৷ অ্যাসোসিয়েট প্রেস ফিফার -র পরিসংখ্যান থেকে জানতে পেরেছে ২৬ নভেম্বর ৮০ হাজার লোকের ক্ষমতা সম্পন্ন লুসেল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও মেক্সিকোর বিশ্বকাপের (Fifa World Cup 2022) মধ্যে হওয়া ম্যাচের জন্য ২৫ লক্ষ টিকিটের চাহিদা ইতিমধ্যেই জানানো হয়েছে৷ অন্যদিকে এর একদিন আগে ইংল্যান্ড বনাম আমেরিকা ম্যাচের জন্য ১৪ লক্ষ দর্শক ম্যাচ দেখতে চাইবেন৷ Photo- AFP
advertisement
2/4
এই বছর ফিফা ফুটবল বিশ্বকাপে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অবধি চলবেন৷ টিকিট বিক্রির দ্বিতীয় পর্বে আমেরিকা, ইংল্যান্ড ও কাতার থেকে ২০ লক্ষ টাকার বেশি টিকিটের চাহিদা তৈরি হবে৷ যখন টিকিটের চাহিদা যোগানের চেয়ে বেশি হয় তখন এই টিকিট দেওয়ার জন্য লটারি করা হয়৷ ফাইনালের জন্য ৩০ লক্ষ টিকিটের চাহিদা তৈরি হয়েছে৷ যেখানে আন্তর্জাতিক ফ্যানরা ২০১৮ ফাইনালের তুলনায় ৪৬ শতাংশ বেশি৷ Photo- AFP
advertisement
3/4
৩২ টি দল খেলবে ফুটবল বিশ্বকাপে কাতার ফুটবল বিশ্বকাপের মোট ৩২ টি দল খেলবে৷ ৮ টি ভ্যেনুতে খেলা হবে৷ এবারের বিশ্বকাপে প্রতিটা গ্রুপে চারটি করে দ নিয়ে মোট ৮ টি দল হয়েছে৷ প্রতিটা গ্রুপের টপ দুটি দল প্রি কোয়ার্টার ফাইনালে যাবে৷ ইংল্যান্ড গ্রুপ বি-তে জায়গা পেয়েছে৷ লিওনেল মেসি -র নেতৃত্বাধীনা আর্জেন্টিনা গ্রুপ সি-তে রয়েছেন৷ সেখানে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড রয়েছে৷ পর্তুগাল গ্রুপ এইচে তিনি জায়গা পান৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই দলের গুরুত্বপূর্ণ ফুটবলার৷ Photo- AFP
advertisement
4/4
ফ্রান্স দললের টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন৷ ২০১৮ সালে রাশিয়ার খেলা হয়েছিল৷ সেই সময় ফাইনালে ক্রোয়েশিয়া ৪-২ হেরেছিল ফ্রান্স৷ ওয়ার্ল্ডকাপ ইতিহাস অনুযায়ি ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে সফল দল৷ তারা সর্বাধিক ৫বার খেতাব জিতেছে৷ যদিও ২০২২ সালের পর তারা আর খেতাব জিততে পারেনি৷ জার্মানি ও ইতাি ৪ বার করে এই খেতাব জিতেছে৷ Photo- AFP
বাংলা খবর/ছবি/খেলা/
Qatar World Cup 2022: ফাইনালের টিকিট নিয়ে পাগলের মতো চাহিদা, চাই ৩০ লক্ষ টিকিট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল