TRENDING:

FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপ কি দখলে রাখতে পারবে আর্জেন্টিনা, মেসির দেশকে জিততে হবে একটি বেশি ম্যাচ

Last Updated:
FIFA World Cup: ২০২৬ থেকে যে ফিফা বিশ্বকাপের খলনলচে পাল্টে যাচ্ছে তা আগেই জানা গিয়েছিল। কোন ফর্ম্যাটে হবে বিশ্বকাপ, কটা ম্যাচ হবে, কত দিনের খেলা হবে এই সকল বিষয় নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ২০২৬ বিশ্বকাপে ফর্ম্যাট ঘোষণা করল ফিফা।
advertisement
1/6
২০২৬-এ বিশ্বকাপ দখলে রাখতে গেলে মেসির দেশকে জিততে হবে একটি বেশি ম্যাচ
২০২৬ থেকে যে ফিফা বিশ্বকাপের খলনলচে পাল্টে যাচ্ছে তা আগেই জানা গিয়েছিল। ৩২-এর বদলে ৪৮ দলের বিশ্বকাপ হবে সরকারি ঘোষণা না হলেও তা প্রায় নিশ্চিৎ ছিল। দল বাড়ার ফলে কোন ফর্ম্যাটে হবে বিশ্বকাপ, কটা ম্যাচ হবে, কত দিনের খেলা হবে এই সকল বিষয় নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ২০২৬ বিশ্বকাপে ফর্ম্যাট ঘোষণা করল ফিফা।
advertisement
2/6
ফিফা বৈঠকের পর জানিয়েছে ২০২৬-এ সালে বিশ্বকাপ মোট দল থাকবে ৪৮টি। প্রথমে ভাবা হয়েছিল ৩টি করে দলকে ১৬টি গ্রুপে ভাগ করা হবে। তবে সেই পথে না গিয়ে ৪ করে দলকে ১২ টি গ্রুপে ভাগ করা হবে বলে জানানো হয়েছে ফিফার তরফে।
advertisement
3/6
এই নয়া নিয়ম অনুযায়ী প্রতিটি দল তাদের গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলবে। গ্রুপের সেরা দু'টি দল রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে। ১২ টি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে শেষ করা দলগুলির মধ্যে সেরা আটটি দল যোগ দেবে তাদের সঙ্গে।
advertisement
4/6
কাতার বিশ্বকাপে মোট ৬৪টি ম্যাচ হয়েছিল। খেলা শেষ হয়েছিল ২৯ দিনে। রাশিয়া বিশ্বকাপেও ৬৪টি ম্যাচ হয়েছিল। সময় লেগেছিল ৩২ দিন। ফিফার পরিকল্পনা অনুযায়ী ম্যাচের সংখ্যা বাড়বে ২৪টি। ম্যাচ হবে মোট ১০৪টি। বিশ্বকাপ চলবে ৪০ দিন ধরে।
advertisement
5/6
ক্লাবগুলি যাতে নির্দিষ্ট দেশের প্লেয়ারদের ছেড়ে দেয় তার অন্তিম তারিখও জানিয়েছে ফিফা। মে মাসের ২৫ তারিখের মধ্যে সমস্ত ক্লাবগুলিকে বলা হয়েছে তারা যেন বিশ্বকাপের জন্য জাতীয় দলের প্লেয়ারদের ছেড়ে দেয়। ১১ জুন থেকে শুরু হবে প্রতিযোগিতা। ফাইনাল ১৯ জুলাই। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ।
advertisement
6/6
এর আগে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ৭টি ম্যাচ খেলতে হত প্রতি দলকে। নক আউট পর্ব শুরু হত শেষ ষোলো থেকে। ২০২৬-এ নক আউট পর্ব শুরু হবে শেষ ৩২ থেকে। আর বিশ্বকাপ জিততে গেলে মোট ৮টি ম্যাচ খেলতে হবে জয়ী দলকে।
বাংলা খবর/ছবি/খেলা/
FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপ কি দখলে রাখতে পারবে আর্জেন্টিনা, মেসির দেশকে জিততে হবে একটি বেশি ম্যাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল