ঘণ্টায় ৫৬৫ কিলোমিটার গতি! শট নাকি আগুনের গোলা! গিনেস বুকে ভারতীয় শাটলার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
satwiksairaj rankireddy record: দ্রুততম স্ম্যাশ মেরে বিশ্বকে চমকে দিয়েছেন ভারতীয় শাটলার।
advertisement
1/6

সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি। ভারতীয় ব্যাডমিন্টনের আকাশে নতুন তারা। এবার তিনি নাম তুলে ফেললেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।
advertisement
2/6
ব্যাডমিন্টনের ইতিহাসে দ্রুততম স্ম্যাশ করলেন তিনি। ৫৬৫ কিঃমিঃ/ঘন্টা বেগে।
advertisement
3/6
২০১৩ সালের মে মাসে মালয়েশিয়ার ট্যান-বুন-হিয়ং ৪৯৩ কিঃমিঃ/ঘন্টা গতিতে স্ম্যাশ করে রেকর্ড করেছিলেন। সেই রেকর্ড ভাঙলেন ভারতীয় শাটলার।
advertisement
4/6
ফর্মুলা-১ গাড়ির সর্বোচ্চ গতিবেগ হয় ৩৭২.৬ কিঃমিঃ/ঘণ্টা। সেই রেকর্ডও ভেঙে দিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি।
advertisement
5/6
দিনকয়েক আগেই ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ জিতে নজির গড়েছিলেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি।
advertisement
6/6
দ্রুততম ব্যাডমিন্টন ‘হিট’ মেরে ব্যাডমিন্টন বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন ভারতের এই শাটলার।