TRENDING:

আইপিএল জিতে ২০ কোটি পেল মুম্বই, কত পেল পাকিস্তানের চ্যাম্পিয়ন দল? বিদ্রুপ ভক্তদের

Last Updated:
গত ১৭ নভেম্বর পিএসএল ফাইনালে করাচি কোয়াল্যান্ডার্স-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইমাদ ওয়াসিমের নেতৃত্বাধীন করাচি কিংগস৷
advertisement
1/5
আইপিএল জিতে ২০ কোটি পেল মুম্বই, কত পেল পাকিস্তানের চ্যাম্পিয়ন দল? ট্রোল ভক্তদের
প্রথমবার পাকিস্তান সুপার লিগ বা পিএসএল চ্যাম্পিয়ন হল করাচি কিংগস৷ এর আগে প্লে অফ পর্যন্ত পৌঁছলেও কখনও পিএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি তারা৷ আর প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলের ক্রিকেটারদের সারপ্রাইজ গিফট দিলে করাচি কিংগস-এর মালিক৷ পাকিস্তানের এক সাংবাদিকের দাবি অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ক্রিকেটারকে একটি করে অ্যাপার্টমেন্ট দেওয়ার কথা ঘোষণা করেছেন করাচি কিংগসের মালিক সলমন ইকবাল৷
advertisement
2/5
পিএসএল ফাইনাল জিতে করাচি কিংগস পেয়েছে ৩.৭৫ কোটি টাকা৷ সেখানে আইপিএল চ্যাম্পিয়ন হয়ে মুম্বই ইন্ডিয়ান্স পেয়েছে ২০ কোটি টাকা! ফাইনালে বিজিত দিল্লি ক্যাপিটালস পেয়েছে ১২.৫ কোটি টাকা৷ তৃতীয় এবং চতুর্থ স্থানে শেষ করা সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ৮.৭৫ কোটি টাকা করে পেয়েছে৷
advertisement
3/5
পুরস্কার মূল্যের এই বিপুল ফারাকের জন্য পিএসএল-কে কটাক্ষ করতেও ছাড়েননি ভারতীয় ভক্তরা৷ পিএসএল-এর মোট পুরস্কার মূল্যই সাড়ে ৭ কোটি টাকা৷ সেখানে আইপিএল-এ তৃতীয় এবং চতুর্থ স্থানে শেষ করা হায়দরাবাদ এবং ব্যাঙ্গালোর পেয়েছে সাড়ে ১৭ কোটি টাকা!
advertisement
4/5
গত ১৭ নভেম্বর পিএসএল ফাইনালে করাচি কোয়াল্যান্ডার্স-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইমাদ ওয়াসিমের নেতৃত্বাধীন করাচি কিংগস৷ এর পরই করাচির ক্রিকেটারদের জন্য উপহার ঘোষণা করেন দলের মালিক৷ নিজের রিয়েল এস্টেট প্রকল্পেই ক্রিকেটারদের জন্য একটি করেঅ্যাপার্টমেন্ট বরাদ্দ করেন তিনি৷
advertisement
5/5
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আট বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় করাচি কিংগস৷ নিজেদের প্রাক্তন কোচ ডিন জোন্সকে এই জয় উৎসর্গ করেছে তারা৷ ফাইনালে করাচির হয়ে দুরন্ত ব্যাটিং করেন বাবর আজম৷ প্রথমে ব্যাট করে লাহোর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ তুলেছিল৷ জবাবে ১৮.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা৷ ৪৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন বাবর আজম৷
বাংলা খবর/ছবি/খেলা/
আইপিএল জিতে ২০ কোটি পেল মুম্বই, কত পেল পাকিস্তানের চ্যাম্পিয়ন দল? বিদ্রুপ ভক্তদের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল