Mohun Bagan Day: ব্রিটিশ ঔদ্ধত্যকে ধুলোয় মিশিয়ে দেওয়ার দিন, মোহনবাগান দিবসে উৎসবমুখর সবুজ-মেরুণ তাবু
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohun Bagan Day 2024: বাঙালির ফুটবল আবেগের আরেক নাম মোহনবাগানও বটে। সোমবার ২৯ জুলাই মোহনবাগান দিবস। মোহনবাগান দিবস উপলক্ষ্যে সকাল থেকে ময়দানের সবুজ-মেরুণ তাবু উৎসবমুখর।
advertisement
1/6

সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির বহু আবেগ ও ইতিহাস। এবং বাঙালির সেই আবেগের আরেক নাম মোহনবাগানও বটে।
advertisement
2/6
সোমবার ২৯ জুলাই মোহনবাগান দিবস। ১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ধুলোয় মিশেছিল ব্রিটিশ ঔদ্ধত্য।
advertisement
3/6
ঐতিহাসিক মোহনাগান দিবস উপলক্ষ্যে রবিবার থেকেই বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। ২৮ জুলাই রবিবার প্রভাত ফেরির মধ্য দিয়ে মোহনবাগান দিবসের অনুষ্ঠান শুরু হয়।
advertisement
4/6
২৮ জুলাই রবিবার প্রভাত ফেরি দিয়ে মোহনবাগান দিবসের অনুষ্ঠান শুরু হয়। মোহনবাগান ফ্যান ক্লাবগুলির উদ্যোগে আয়োজিত করা হয় একাধিক রক্তদান শিবিরের। সোমবারও রয়েছো রক্তদান শিবির।
advertisement
5/6
মোহনবাগান দিবস উপলক্ষ্যে সকাল থেকে ময়দানের সবুজ-মেরুণ তাবুতে শুরু হয়ে গিয়েছে নানা অনুষ্ঠান। পতাকা উত্তোলন, অমরজ্যোতি প্রজ্জ্বলন থেকে বিকেলে রয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান।
advertisement
6/6
সোমবার সকাল থেকেই ক্লাবে ফ্যানেদের ভিড়। এই দিনে কোচ হিসাবে কলকাতায় তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করছেন স্প্যানিশ হোসে মলিনা। বিশেষ দিনেই দল নিয়ে অনুশীলন করেন বাগান কোচ।